হুগলী সরকারী মাদ্রাসা বন্ধের প্রতিবাদে কলকাতায় জনজোয়ার, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি

দিনকাল ডেস্কঃ ঐতিহ্যবাহী হুগলী সরকারী মাদ্রাসা পুনরায় চালু না করলে বৃহত্তর লড়াই আন্দোলন করা হবে, প্রয়োজনে বাংলাকে অচল করে দেওয়া হবে। বৃহস্পতিবার ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত আয়োজিত রানী রাসমণির বিশাল মুসলিম সমাবেশে সংগঠনের পক্ষ থেকে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে হুঁশিয়ারি দেওয়া হল। এদিন এই সমাবেশ থেকে আরও অভিযোগ করা হয়, বর্তমান তৃণমূল সরকার দু-দুবার ক্ষমতায় এসেছে কিন্তু মুসলিমদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। সাচার কমিটির সুপারিশ কার্যকর করা হয়নি। জনজোয়ারের এই সমাবেশে যে দাবীগুলি জানানো হয়, সেগুলি হল, অবিলম্বে হুগলী মাদ্রাসা ও মসজিদ চালু করতে হবে, মহসীনের স্মৃতি বিজড়িত ঐতিহ্যগুলিকে সরংক্ষণ ও সংস্কার করতে হবে, অবিলম্বে রাজ্যের ১০০০০ মাদ্রাসা কে আর্থিক অনুমোদন দিতে হবে, সাচার কমিটির সুপারিশগুলি কার্যকর করতে হবে। দাবীগুলির সমর্থনে বক্তব্যে বলেন ফুরফুরা শরীফের পীড়জাদা সৈয়দ আব্বাস আলি সিদ্দিকী, সৈয়দ নওশাদ আলি সিদ্দিকী, রবিউল মল্লিক, আবু রিদা প্রমুখ। এদিনের সমাবেশে লাখের বেশি লোক জমায়েত হয়েছেন।

Back To Top