একক উদ্যোগঃ আমফান বিধ্বস্ত ২৫০ টি অসহায় পরিবারের পাশে অরিজিৎ, সায়ন্তি, ফাইজিরা

নিজস্ব সংবাদদাতাঃ করোনা অতিমারীর কারনে এমনিতেই অসংখ্য মানুষ কম’হীন হয়ে পড়েছেন। এর উপর আবার আমফান দক্ষিণবঙ্গের প্রায় কয়েক কোটি মানুষকে নিঃস্ব বুভুক্ষু করে তুলেছে।

সদিচ্ছা এবং মানুষের প্রতি ভালোবাসা থাকলে ব্যাক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় তা করে দেখিয়ে দিয়েছেন অরিজিৎ সিংহ এবং সায়ন্তি তরফদার।

এই কঠিন সময়েও করোনা-আমফান আবহে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে পিছপা হননি।

দক্ষিন চব্বিশ পরগণা জেলার মরাপিয়া ও পারুলদাহ গ্রামে ২৫০ টি পরিবারের জন্য অত্যাবশ্যকীয় পন্য এবং সারভিং হিউম্যানিটি আমফান রিলিফ প্রজেক্ট এর উদ্যোগে গৃহহীন মানুষদের সাময়িক আশ্রয়ের জন্য ত্রিপল বিতরন করা হয়।

এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সমাজকর্মী লিটন রাকিব, অমিত মন্ডল, মুহম্মদ ফয়জুল্লাহ ফাইজি, কর্ন সাঁফুই, গোপাল অধিকারী প্রমুখ।

Back To Top