বৃষ্টি উপেক্ষা করে মাঝরাতে এক হিন্দুমায়ের রক্তদানে এগিয়ে এলো সাগরদিঘীর রাজা শেখ

রক্তদান মহৎদান। যারা রক্তদান করেন তারা কোন সন্দেহ ছাড়াই মহান মানুষ। আমাদের সমাজে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও এখনও কয়েকটা জিনিস আছে যেগুলো মানুষকে জাতি-ধর্ম-বর্ণ ছাড়ায় এক কাতারে নিয়ে আসে।

গত ২১ জুন  রবিবার রাতে খবর আসে জরুরি ভিত্তিতে বহরমপুরের লীলা নার্সিংহোমে ভর্তি বাজারশো গ্রামের ফেন্সি ঘোষ নামে এক রোগীর রক্তের প্রয়োজন।

রাতেই সেই খবর জানতে পারেন রাজা শেখ, এবং তারপর রাতেই বৃষ্টি উপেক্ষা করে রাত ১২টার সময় হাসপাতালে পৌঁছন রাজা শেখ।

একজন হিন্দু মায়ের প্রাণ বাঁচাতে রাতের বৃষ্টিকে উপেক্ষা করে রক্তদানে এগিয়ে আসার গল্প ফেসবুকে তুলে ধরেছেন এক ফেসবুক ব্যবহারকারী,

https://www.facebook.com/story.php?story_fbid=2665477410375982&id=100007412463471

এ বিষয়ে রাজা শেখকে দিনকালের পক্ষ থেকে ফোন করা হলে তিনি বলেন যে, “আমি প্রায় এক দশক থেকে মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করি, এটাও তার কোন ব্যতিক্রম নয়। আমরা রক্তবিন্দুর পক্ষ থেকে সাগরদিঘী শহরে নিয়মিত রক্তদান শিবির করে থাকি। আমাদের উদ্দেশ্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকা। আমরা বিশ্বাস করি রক্তের কোন ধর্ম নেই, তাই যখন কারোও  রক্তের প্রয়োজন পড়ে তখনই আমরা রক্তের ব্যবস্থা করে দিই। তিনি আরোও জানান যে প্রতিদিনই জেলার বিভিন্ন হাসপাতালে রক্তবিন্দুর সদস্যরা রক্ত দিতে যায়। বহরমপুর, ডোমকল, জঙ্গিপুর ও লালবাগ হাসপাতালে প্রত্যেকদিনই রক্তবিন্দুর সদস্যরা রক্ত দিতে যান।”

Back To Top