ফেক নিউজ রুখতে হোয়াটসঅ্যাপ ইণ্ডিয়া প্রধান হিসেবে নিয়োগ দিল অভিজিত বোসকে

ফেসবুক মালিকানাধীন ইন্সটান্ট মেসেজিং কোম্পানী হোয়াটসঅ্যাপ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা ভারতের হোয়াটসঅ্যাপ দেখাশোনা করার জন্য অভিজিত বোসকে ইন্ডিয়ার ব্যবসায়ীক হেড হিসেবে নিয়োগ দিয়েছে। অভিজিত বোস হলে এজেট্যাপ নামে একটি পেমেন্ট সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান সিইও।

হোয়াটসঅ্যাপ এই প্রথম কোন দেশের জন্য আলদাভাবে প্রধান নিয়োগ করল। হোয়াটসঅ্যাপে ফেক খবরের উপর ভিত্তি করে ১২ জনের বেশি মানুষের হত্যা হয়েছে। এর জন্য তথ্য সম্প্রচার মন্ত্রী রবি শংকর প্রসাদ এবং হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল এর একটি মিটিং হয় প্রায় মাসখানেক আগে।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ এখন ফ্রি এবং বিজ্ঞাপনমুক্ত হলেও সামনে বছর থেকে এই প্লাটফর্মে বিজ্ঞাপন দেখাতে পারে বলে রিপোর্ট।

 

Back To Top