মোদির সম্পদ কত জানেন কি? জেনে নিন ক্লিক করে

নিজের আয়-ব্যয়ের হিসেব দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। মোট সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর থেকে তথ্য প্রকাশ করে বলা হয়েছে নরেন্দ্র মোদীর মোট সম্পদের পরিমাণ ২ কোটি টাকার কিছু বেশি, হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকার কিছু কম। ব্যাঙ্কে রয়েছে ১ কোটি টাকার কিছু বেশি। বিভিন্ন জায়গায় মোদীর বিনিয়োগের পরিমাণ ২ টাকার টাকার বেশি ও সোনা রয়েছে ১ লক্ষ টাকার বেশি। এছাড়া একটি বিল্ডিংয়ের এক চতুর্থাংশ শেয়ার রয়েছে মোদীর নামে। তার মূল্য ১ কোটি টাকার কাছাকাছি। এই রেসিডেন্সিয়াল বিল্ডিংটি ২০০২ সালে ১.৩০ লক্ষ টাকার বিনিময়ে মোদী কিনেছিলেন। প্রধানমন্ত্রীর কোনও ঋণ নেই। এমনকী বাইক বা গাড়িও নেই। আরও স্পষ্ট করে বলতে গেলে মোদীর হাতে নগদ রয়েছে ৪৮ হাজার ৯৪৪ টাকা।

একটি এসবিআই শাখায় রয়েছে ১১ লক্ষ ২৯ হাজার ৬৯০ টাকা। আর একটি এসবিআই অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ২৮৮ টাকা। প্রধানমন্ত্রীর বন্ড রয়েছে ২০ হাজার টাকার, এনএসসি সার্টিফিকেট রয়েছে ৫ লক্ষ ১৮ হাজার ২৩৫ টাকার। ও জীবন বীমা রয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২৮১ টাকার। এছাড়া সোনার চারটি আংটি রয়েছে যার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার ৬০ টাকা। প্রধানমন্ত্রীর দফতর রুটিন মোতাবেক এই তথ্য সামনে এনেছে। ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়-ব্যয়ের হিসেব দেওয়া হয়েছে।

 

Back To Top