হংকং বিরুদ্ধে ভারতের জিত সৌভাগ্য জনিত দোষে দুষ্ট

 

দিনকাল ডেস্কঃ গতকাল মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত নেমেছিল হংকং এর বিরুদ্ধে খেলতে। সেই ম্যাচে ভারত জিতলেও হংকং ভারতের অবস্থা খারাপ করে দিয়েছিল এক কথায় বলে হংকং এর ওপেনিং জুটি ভারতের বোলারদের হাওয়া টাইট করে দিয়েছিল বা অবস্থা খারাপ করে দিয়েছিল। হংকং হারলেও তারা বিশেষজ্ঞ মহলের মন জয় করে নিয়েছে। অনেকেই মুগ্ধ হয়েছেন তাদের খেলা দেখে। হংকং এর ওপেনিং জুটি নিযাকাত খান ও আংসুমান রাথ জে খেলা কালকে উপহার দিয়ে গেল ভারতের বিরুদ্ধে তা সত্যিই প্রশংসনীয়। তাদের ওপেনিং পার্টনারশিপ ১৭৪, সেটা আবার বিশ্বের ১ নম্বর টিমের বিরুদ্ধে। ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ইনিংস।

হংকং টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেই। ভারত ব্যাট করতে নেমে ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে মাত্র ২৮৫ রান করে। সর্বোচ্চ শেখর ধাওয়ান ১২০ বল খেলে ১২৭ রান করে। আম্বাতি রায়ডু ৭০ বল খেলে ৬০ রান করে। আফগানিস্থানের হয়ে সব থেকে ভাল বল করেন কিঞ্চিত শাহ। তিনি ৯ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়, এহসান খান নেয় ২ টি উইকেট তুলে নেয় ৬৫ রান দিয়ে।

জবাবে হংকং ব্যাট করতে নেমে নিযাকাত খান এবং আনশুমান রাথ দুজনে মিলে ভারতের বোলারদের অবস্থা খারাপ করে দেয়, ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান করে। কুলদিপ যাদব প্রথম উইকেট ৩৪.১ ওভারে অধিনায়ক আনশুমান খান (৯৭ বলে ৭৩ রান) কে তুলে নেওয়ার মাধ্যমে হংকং এর পতন শুরু হয়। নিযাকাত খান ১১৫ বলে ৯২ রান করে রান করে আউট হয়ে যায়। এর পরেই ভারতের জয়ের দিকে যাত্রা শুরু করে এবং ২৬ রানে তাদের জয় হয়। ভারতের খলিল আহামেদ ও যজুবেন্দ্র চাহাল ১০ ওভার বল করে ৩ টি করে উইকেট নেয়, কুলদিপ যাদব নেয় ২ উইকেট।

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শেখর ধাওয়ান।

হর্ষ ভোগলে টুইটারে হংকং কে অভিনন্দন জানিয়েছে ভাল খেলার জন্য। প্রশংসা করেছেন খলিল আহমেদের ও।

এদিকে আজকেই আবার নামছে এশিয়া কাপের সবথেকে আকর্ষণীয় ম্যাচে ভারত এবং পাকিস্থান, ঐ একই ময়দানে। এই ম্যাচের সমস্ত টিকিটও বিক্রি হয়ে গেছে অনেক আগেই।
বিশেষজ্ঞদের অনেকেই বলছেন গত কালকের বোলিং বা ব্যাটিং দেখে মনের দিক থেকে অনেকটাই কিন্তু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। যদিয় অনেক বদল আসতে পারে টিমে। কিন্তু ম্যাচ আলাদা, উন্মাদনা আলাদা, অন্য উদ্যোগে নামবে দুই দেশই।

Back To Top