Tag: আরফিনা

কবিতাঃ মেলবন্ধন

~আরফিনা বন্ধ আলমারি থেকে কেঁদে ওঠে নিজস্ব যন্ত্রণায়, কান্নায় মোড়া নির্জন দুপুর মেঘলা দিন কিংবা নিঝুম রাতে গভীর কান্না! আলমারি খুললেই সব শান্ত, নিশ্চুপ। নিতান্ত অসহায় হয়ে, একরাশ অভিমান বুকে নিয়ে কান্না কে লুকিয়ে রাখে সে। লাল, কালো,‌ সাদা, হলুদ, আকাশি, সবুজ এর মধ্যে খুঁজে পাইনা তাকে! যদি খুঁজে পেতাম, নিভৃত ব্যথাকে শান্ত করতাম। বুকের […]

কবিতাঃ বর্ণিনী পাখির কথা

~আরফিনা ১. একটি পাতা উদ্বোধক হয়ে ওঠে বনানীর বিহ্বল কোনে, যেমন করে জাহাজের পাহারায় নোঙরটিও ঢেউ গোনে! ২. বর্ণিনী পাখি, তবু মেঘে যুদ্ধরত, ঝড় আর বজ্রে কেবলই ধাক্কা খায়! আবার ওড়ার জন্যে ত্বরান্বিত, বর্ণী আকাশ শুধু চির-প্রার্থনায়… ৩. ফুল ফল পাতাকে হারিয়ে গাছেরও বসন্ত আসে, পুরানো ক্ষতকে ভুলিয়ে তাহারও আসবে মধুমাসে!

Back To Top