কবিতাঃ মেলবন্ধন

~আরফিনা

বন্ধ আলমারি থেকে কেঁদে ওঠে নিজস্ব যন্ত্রণায়,
কান্নায় মোড়া নির্জন দুপুর মেঘলা দিন
কিংবা নিঝুম রাতে গভীর কান্না!

আলমারি খুললেই সব শান্ত, নিশ্চুপ।
নিতান্ত অসহায় হয়ে, একরাশ অভিমান বুকে নিয়ে
কান্না কে লুকিয়ে রাখে সে।
লাল, কালো,‌ সাদা, হলুদ, আকাশি, সবুজ
এর মধ্যে খুঁজে পাইনা তাকে!

যদি খুঁজে পেতাম,
নিভৃত ব্যথাকে শান্ত করতাম।
বুকের মধ্যে বাঁধ-ভাঙা এক নদীর আলেখ্য ধরা
তপ্ত রোদে বৃষ্টি তখন অনেক দূরে
তবুও দেখা পাওয়ার ভরসায়
উনুন জ্বালায় মন।

সামনে পঁচিশে বৈশাখ,
জেগে উঠবে নতুন মোড়ক।
আত্মার সঙ্গে আত্মার মেলবন্ধন ঘটাবেন
রবি ঠাকুর,
আর বন্ধ আলমারি থেকে খুঁজে দেবেন
জীবন্ত শাড়িটিকে।

Back To Top