চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল আসাদ ৯৫ শতাংশ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি এক কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৩৬০ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে বাশার আসাদের বিরুদ্ধে লড়েছেন সরকার বিরোধী নেতা মাহমুদ আহমাদ মারেয়ি এবং সাবেক মন্ত্রী ও এমপি আব্দুল্লাহ সাল্লুম আব্দুল্লাহ।

নির্বাচনে মারেয়ি চার লাখ ৭০ হাজার ২৭৬ ভোট এবং আব্দুল্লাহ দুই লাখ ১৩ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন। আর আসাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ শুধুমাত্র সেসব অঞ্চলেই নির্বাচন হয়েছে, যেসব অঞ্চল ইরান ও রাশিয়ার সহযোগিতায় দখলে রেখেছে আসাদ। সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট সাত বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট পান।

২০০০ সালে আসাদের পিতা হাফেজ আল-আসাদ মৃত্যুবরণ করার পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল আসাদ। সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে।

তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের মাঝামাঝি সময়ে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়। প্রায় এক দশকের সহিংসতা ও গৃহযুদ্ধের পর জনগণ শান্তিপূর্ণ পরিবেশে বুধবারের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে।উল্লেখ্য, আল জাজিরার একটি ভিডিওতে দেখা গেছে যে ভোটকর্মীরা নিজেই ব্যালট ভরে দিচ্ছে ভোটারদের, আর সেই ব্যালট শুধুমাত্র ব্যালট বাক্সে ফেলার কাজ করছেন ভোটাররা, যেটা নিয়ে চলছে তুমুল বিতর্কও। এই ভোট কতটা স্বচ্ছ তা নিয়েও আছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top