দিল্লী দাঙ্গায় পীড়িতদের পাশে এসডিপিআই, ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবী

দিল্লির সহিংসতায় আক্রান্তদের ক্ষতিপূরণ, উস্কানিদাতা বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি জানিয়ে এসডিপিআই এর সাংবাদিক সম্মেলন দিল্লীতে। দিল্লী সহিংসতায় একের পর এক মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৪০ ছাড়িয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে উগ্র হিন্দুত্ববাদীদের তান্ডবের সঙ্গে পুলিশের নীরবতা লক্ষ করা যাচ্ছে। এই সহিংসতা রুখতে বিজেপি সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে ও গৃহ মন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানানো হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকে দমাতে পূর্ব পরিকল্পিত ভাবে দাঙ্গা বাধিয়েছে উগ্র হিন্দুত্ববাদী ও বিজেপি এমনটাই অভিযোগ বিরোধীদের। এই গণহত্যায় উস্কানি দাতা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ উগরে দেন এসডিপিআই এর নেতৃবৃন্দ। পূর্ব পরিকল্পিত এই হামলায় উগ্র হিন্দুত্ববাদী ও বিজেপি নেতাদের গ্রেফতারের দাবিতে দেশজুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ প্রদর্শন করতে দেখা জায়গায় এসডিপিআই এর নেতাকর্মীদের।

এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এমকে ফাইজি জিটিবি হাসপাতালে আক্রান্তদের সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সরকারের কাছে বেশ কিছু দাবি জানান। এসডিপিআই এর পক্ষ থেকে উক্ত সহিংসতায় মৃত পরিবারদের পিছু এক কোটি টাকা ক্ষতিপূরণ ও আহত পরিবার পিছু পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান। এই সহিংসতায় উস্কানিদাতা দাঙ্গাকারী বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, পরশ ভার্মা সহ অন্যান্য দের গ্রেফতার করে জেলে পাঠানোর আর্জি জানান। উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানানো হয় এসডিপিআই পক্ষ থেকে ।

এইদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এম.কে ফাইজ, সহ সভাপতি শারফুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফি, সম্পাদক ডক্টর তাসলিম রাহমানী প্রমুখ ।

Back To Top