মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মুহিদ্দিন ইয়াসিন

মুহিদ্দিন ইয়াসিন তার পরিবারের সঙ্গে

কুয়ালালামপুরঃ মালয়েশিয়ার রাজনীতি নিয়ে জলঘোলা চলছিল কয়েদিন থেকেই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করার পরেই সংকট তৈরি হয়েছিল। মালয়েশিয়ার রাজা মাহাথির মহাম্মদকেই অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়ীত্ব দিয়েছিলেন।

এরই মধ্যে আজকে ঘোষণা হল নতুন প্রধানমন্ত্রীর নাম।

মুহিদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার প্রাক্তন ইন্টেরিয়র মিনিস্টার হিসেবে দায়ীত্ব সামলেছেন।

আগামী রবিবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করবেন।

উল্লেখ্য, শপথ গ্রহন করার পরে মুহিদ্দিন ইয়াসিনকে তার মেজরিটি প্রমাণ করতে হবে সাংসদে।

এরই মধ্যে মালয়েশিয়াতে টুইটারে ট্রেন্ড হয় #NotmyPM

তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্ব পালন করতে পারবেন কী না সেটা নির্ভর করছে আস্থা ভোটের উপর।

এরই মধ্যে মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন তারা আবার একসাথে লড়াই করবেন।

Back To Top