তামিলনাড়ুর মহাসমাবেশ থেকে SDPI ডাক দিল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের

ইমাম সাফি, চেন্নাইঃ এসডিপিআই একটি সর্বভারতীয় রাজনৈতিক দল। গত কয়েকবছরে রাজনীতিতে এসডিপিআই ভারতবর্ষের দলিত, মুসলিম ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দলে দলে মানুষ সামিল হচ্ছে। গতকাল তামিলনাড়ুর ত্রিচিতে এসডিপিআই এর মহাসমাবেশ এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলো। কারো কারো মতে তামিলনাড়ুর এসডিপিআই এর এই বিশাল সমাবেশ এক গৌরবময় অধ্যায়ের সূচনা করলো। রবিবার এই সভায় প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতানেত্রীগণ বর্তমান সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন।

তামিলনাড়ুর ত্রিচি জেলায় কায়েদে -এ -মিল্লাত গ্রাউন্ডের এদিনের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এমকে ফাঈজি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, বিশিষ্ঠ সমাজসেবী ও ধর্মীয় গুরু স্বামী অগ্নিবেশ, ওমেন ইন্ডিয়া মুভমেন্টের তামিলনাড়ু রাজ্য সভাপতি এস নাজমা বেগম, তামিলনাড়ু এসডিপিআই এর রাজ্য সভাপতি নেলয় মুবারক, এসডিপিআই এর সর্বভারতীয় সহ সভাপতি মৌলানা দেহলান বাকভি, রাজ্য সাধারণ সম্পাদক নিজাম মোহায়দিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তামিলনাড়ু রাজ্য সভাপতি ইসমাইল, জাতীয় কংগ্রেসের তামিলনাড়ু রাজ্য সভাপতি সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই দিনের সভায় বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি ।

এই দিনের সভায় সকল বক্তা তাদের বক্তব্যে উগ্র হিন্দুত্ববাদীদের দেশব্যাপী দলিত , মুসলিম ও ধর্মীয় নেতৃবৃন্দের উপর হামলার ও গো রক্ষার নামে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানান। বর্তমান বিজেপি সরকারের রাফায়েল দুর্নীতি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি , কৃষক আত্মহত্যা মোদী সরকারের একাধিক ব্যর্থতা নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করে ।

অদূর ভবিষ্যতে SDPI ভারতীয় রাজনীতিতে তাদের ছাপ ফেলবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এই মহাসমাবেশের মধ্যে দিয়ে তারা আরেকধাপ এগিয়ে গেল বলেই বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষকদের।

 

আরো পড়ুনঃ SDPI য়ে যোগ দিলেন প্রাক্তন দলিত IAS অফিসার
Back To Top