SDPI য়ে যোগ দিলেন প্রাক্তন দলিত IAS অফিসার

খান উমরাও সালোদিয়া

উমারাও সালোদিয়া, প্রাক্তন IAS অফিসার, গত বছর দলিত থেকে মুসলিম হয়ে খবরে এসেছিলেন, এবার রাজনৈতিক মত দিয়ে এলেন খবরে।

তিনি যোগ দিলেন SDPI য়ে। এই দলিত IAS অফিসার ১৯৭৮ ব্যাচের অফিসার ছিলেন। রাজস্থান রাজ্য সড়ক নিগমের চেয়ারম্যানের দায়ীত্বও পালন করেছেন তিনি।

আজ রাজস্থান রাজ্য অফিসে সোস্যাল ডেমোক্রাটিক পার্টি অফ ইন্ডিয়ায় যোগদান করেন। তাকে পার্টির পতাকা তুলে দিলে দলে স্বাগত জানান রাজস্থান রাজ্য সভাপতি রিজওয়ান খান।

মুসলিম মিরর এর খবর অনুযায়ী সালোদিয়া কেন SDPI যোগ দিলেন জিজ্ঞেস করলে তিনি বলেন, শেষ ২ বছর থেকে খুব কাছ থেকে আমি SDPI এর কাজ ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছি। এদের কাজ আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। সেইসাথে SDPI এর কাজ দলিত, মুসলিম সহ পিছড়ে বর্গদের নিয়ে। তারা জিগনেশ মেভানি কেও গুজরাট ইলেকশনের সময়ে সাহায্য করেছে। তারা খুব ভালোভাবে মুসলিম ও দলিতদের ঐক্যের জন্য কাজ করে চলেছে। এই অবস্থায় আমার যে লক্ষ্য সেটা SDPI এর সাথে মিলে গেছে এবং যখন রাজ্য সভাপতি রিজওয়ান খান আমাকে পার্টিতে যোগ দেওয়ার জন্য আহবান জানালো এবং এটাই যোগ দেওয়ার সেরা সময়। তাই সময় নষ্ট না করে আমি যোগ দিলাম।

মুসলিম মিরর থেকে অনুবাদ করেছেন শুভো

Back To Top