রক্ষকই যখন ভক্ষক! লটারি কেনার জন্য ৮৪ লাখ টাকার খুচরো চুরি ব্যাঙ্ক ম্যানেজারের

কলকাতাঃ রক্ষকই যখন ভক্ষক। ৮ বছর থেকে ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়কর্মরত। বর্তমানে ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। নাম তারক জয়সওয়াল।

৩৫ বছর বয়সী তারক জয়সওয়াল মেমারির স্টেট ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার। গত ১৭ মাস ধরে লটারি কেনার জন্য ব্যাঙ্কের খুচরো টাকা চুরি করতে করতে ৮৪ লক্ষ টাকা সরিয়ে ফেলেছিলেন তিনি।

ধরা পড়ল অডিটের সময়। অডিট করতে গিয়ে দেখে খুচরো কয়েনে গড়মিল। নির্দেশ পড়ে গুনে দেখার। অবস্থা বেগতিক দেখে ছুটি ছাড়ায় ব্যাঙ্ক আসা বন্ধ করে দেয় তারক। ফলে বুঝতে অসুবিধা হয়নি কার কাজ, কারণ তার উপরেই দায়ীত্ব ছিল ভল্টের। ফলে তাকে গ্রেফতার করা হয় এবং সে স্বীকার করে যে লটারি কেনার জন্য সে টাকা চুরি করেছে।

এখন কোর্ট তাকে ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে। 

Back To Top