পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার​ “গনতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও” শিরোনামে সেমিনারের আয়োজন

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার এক কর্মী বক্তব্য রাখছেন

আবুবকর সিদ্দিকঃ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার​ উদ্যোগে সুতির কাসিমনগর হাইস্কুলে “গনতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও” শিরোনামে এক মনোজ্ঞ সেমিনারের আয়োজন করা হয়। বিগত কয়েক বছর ধরে লেখক-সাংবাদিক বুদ্ধিজিবি নিগ্রহ, মুসলিম ও দলিতদের উপর আক্রমণ, NRC র অপব্যবহার, ধর্ষণ কাণ্ডের বাড়বাড়ন্ত ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ধুলিয়ান DEC সভাপতি বলেন,”বর্তমান ভারতের অবস্থা খুব শোচনীয়। গনতান্ত্রিক দেশে ধর্ষন ,খুন, গোহত্যার নামে মানুষ নিধন চলছে। স্বাধীনতার ৭০ বছর পরেও দেশের সাংবাদিক, লেখক, সমাজসেবী, কেউই সুরক্ষিত নেই, ভারত এক জরুরী অবস্থার মধ্যে দিয়ে চলছে।
তিনি আরও বলেন, এনআরসি নিয়ে আসামে যে ৪০ লক্ষ মানুষকে ধংস করেছে সরকার তার তীব্র নিন্দা জানাই। ভারতের নাগরিকদের বাংলাদেশী বলে চালানো হচ্ছে। তিনি দেশের সমস্ত মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সুতি এরিয়া সভাপতি মহম্মদ রাকিম সেখ দেশের বর্তমান পরিস্থিতিতে পপুলার ফ্রন্টের ভূমিকা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা করেন এবং তিনি এও বলেন, বাঙালী দলিত মুসলিম এভাবে শেষ করা যাবেনা আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এদিনের সভায় প্রায় 250 জন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কাশিমনগর হাইস্কুলের শিক্ষক মেহেবুব আলম, সুতি ব্লক সম্পাদক এমদাদুল হক, মির জাকির আলি, হাবিবুর রহমান, নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব।

সভায় উপস্থিত জনসাধারণ
Back To Top