কেন আমাদের কে মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের সাথে সহমত হওয়া উচিত নয়

ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ হল মসজিদ। মুসলিম সমাজে মসজিদের ভূমিকা অপরিসীম। ইসলাম ও মসজিদকে আলাদাভাবে ভাবা মুসলমানের জন্য অসম্ভব বিষয়।

কিন্তু এগুলো হচ্ছে ইসলামের অংশ, কিন্তু ভারতীয় হিসেবে, ভারতের নাগরিক হিসেবে প্রত্যেক ভারতবাসীর নিজস্ব ধর্ম, সংস্কৃতি কে রক্ষা করা, প্রচার করার অধিকার রয়েছে। অধিকার রয়েছে ধর্মস্থানের। সেদিক দিয়ে এই রায় সামঞ্জস্যপূর্ণ নয়।

ভারত এখন তার সাংবিধানিক মূল্যবোধ কে রাখতে হিমসিম খাচ্ছে। সরকারে উগ্র হিন্দুত্ববাদী সরকার আসার পর থেকেই সংবিধানের অমর্যাদা হয়েই চলেছে। আর এই অবস্থায় এসে মসজিদ কে ইসলামের অংশ নয় বলে রায় দিয়ে বিচারপতিরা কি বলতে চাইছেন!

১৯৯২ সালে বাবরী মসজিদ ভাঙ্গা হয়। এরপরে সেই মসজিদের জায়গা নিয়ে কেস চলে আসছে দীর্ঘদিন। ১৯৯৬ সালের একটি রায়ে বলা হয় মসজিদ ইসলামের অংশ নয়। এরপরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন এক ব্যক্তি। সেই আপিলের রায়েও কোন পরিবর্তন করল না সুপ্রিম কোর্ট। কিন্তু কেন

১) বাবরী মসজিদ এর জায়গায় রাম মন্দির করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির করা যে খুব সহজ কাজ নয়, সেট তারা বুঝে গেছে। তাই মসজিদ কে যদি ইসলামের অবিচ্ছিন্ন অংশ নয় বলা যায় এবং যদি মসজিদের জমি সরকার অধিগ্রহন করে নিজের অধিকারে রাখতে পারে, তাহলে বাবরি মসজিদের জায়গাতে মন্দির বানানোর জন্য সরকার অনুমতি দিতে পারে। কিন্তু কিভাবে, পাবলিক ইন্টারেস্টের কথা ভেবে। যেভাবে ইয়াকুব মেমন কে ফাসি দেওয়া হয়েছিল।

২) হিন্দুত্ববাদীদের কথা অনুযায়ী তারা ভারত কে হিদু রাস্ত্র বানাতে চাই, এক্ষেত্রে তারা যদি ২০১৯ জিতে ক্ষমতায় আসে তাহলে মসজিদ কে অধিগ্রহন করতে পারে, অথবা যেহেতু সুপ্রিমকোর্ট এর রায় অনুযায়ী মসজিদ ইসলামের অঙ্গ নয় সেহিসেবে তারা অধিগ্রহন করে সেই জমি অন্য কাজে লাগাতে পারে এবং মুসলমানদের ধর্মপালনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।

ইতিমধ্যেই আর এস এসের নেতা ও রাজ্যপাল তথাগত রায় কলকাতা বিমানবন্দরে যে মসজিদ রয়েছে সেই মসজিদ সরিয়ে দেওয়ার দাবী তুলেছে।

বাবরী ধ্বংস করার পর তাজ মহল কে তেজো মহালয়া, বা কুতুব মিনার কে শিবলিঙ্গ সহ নানানভাবে তারা সংস্কৃতি কে বেদখল করতে চাইছে।

কিন্তু আসল বিষয় হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে এই সঙ্ঘীদের কোন ভূমিকা নেয়, সঙ্ঘীরা কখনোই মূল ধারার স্বাধীনতা আন্দোলনে আসেনি। তারা চিরকাল ভারত কে হিদু রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখে এসেছে।

তাই আমাদের উচিত আওয়াজ তোলা, সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আন্দোলন করা। আপিল করা এবং মসজিদ যে ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ সে বিষয়ে সবাইকে সচেতন করা। নেটিজেনদের ইসলামের সম্পর্কে জানানো।

~নিজাম পারভেজ

Back To Top