অপরাধীকে ভয় দেখাতে ‘ঠাঁই ঠাঁই’ করে মুখে আওয়াজ করল পুলিশ

কত কিছুই না দেখি আমরা সিনেমা, নাটক ইত্যাদিতে। কখনও সাইকেলের পেছনে দাড়িয়ে বিপক্ষের গুলি থেকে রক্ষা পাওয়া, ট্রেনের থেকেও তেজ দৌড়ে লাইন পার করা। এমনকি দক্ষিণ ভারতের সিনেমাতে ‘কলা’ এবং ‘মুরগী’ দ্বারা শত্রু পক্ষকে ঘায়েল করা ইত্যাদি। অনেক আজগুবি ঘটনা আমরা দেখে থাকি, শুনে থাকি। কিন্তু ভাবুন একবার ‘পুলিশ তাড়া করেছে অপরাধীকে ধরার জন্য। কিছুক্ষণ তাড়া করার পর যখন পিস্তলের প্রয়োজন পড়ল, পিস্তল ব্যবহার করতে গিয়ে দেখে পিস্তল অকেজ’। কি করবে তখন? এইরকমই ঘটেছে একজন পুলিশকর্মীর সঙ্গে। কি করেছিলেন তিনি?

রাতের অন্ধকারে অপরাধীদের ধাওয়া করছে পুলিশ। কোমরের পিস্তলটা বার করে অপরাধীদের দিকে তাক করেছেন। কিন্তু ট্রিগার চাপলেও গুলি বেরচ্ছে না। এখন উপায়? শেষে অপরাধীদের ভয় দেখাতে মুখ দিয়েই ‘ঠাঁই ঠাঁই’ আওয়াজ করল পুলিশ! ঘটনাটি ঘটেছে লখনউ থেকে ৩৭০ কিলোমিটার দূরে সম্ভল জেলায় ১২ অক্টোবর। ওই ঘটনার ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এক ব্যক্তি ধরে রয়েছেন পিস্তল, অন্যজন আওয়াজ করছেন ‘ঠাঁই ঠাঁই’

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশ তল্লাশি চালাচ্ছে অপরাধীদের উদ্দেশে। একজন পুলিশ ধরে রয়েছেন পিস্তল, অন্য অফিসার চিৎকার করছেন, ‘মারো মারো, ঘেরো ঘেরো’। আর তার পরেই ‘ঠাঁই ঠাঁই’ শব্দে আওয়াজ করলেন ওই পুলিশ কর্মী। পরে জানা যায়, পিস্তল বের করে গুলি ছোড়ার সময় কোনও কারনে ট্রিগার জ্যাম হয়ে গিয়েছিল। তখনই মুখ দিয়ে ‘ঠাঁই ঠাঁই’ আওয়াজ করেন পুলিশ কর্মী। অ্যাডিশনাল পুলিশ সুপার জানিয়েছেন, ‘মারো মারো, ঘেরো ঘেরো’ এই শব্দগুলো ব্যাবহার করা একটা কৌশল মাত্র অপরাধীদের ভয় দেখিয়ে মানসিক চাপে রাখার। সূত্রে জানা গেছে, যে অপরাধীদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছিল তার মাথায় ২৫,০০০ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

 

এই সেই ভিডিও, যেটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরাচ্ছে…

Back To Top