পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার স্কলারশিপ প্রদান মালদায়

 

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে। শিক্ষা বিষয়ে পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে অন্যতম কর্মসূচি হলো বৃত্তি প্রদান। পপুলার ফ্রন্টের এই কর্মসূচি দিল্লিতে বৃত্তি প্রদানের মধ্যে দিয়ে শুরু হয়।

প্রথম পর্বের এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় নজরুল ভবন, কালিয়াচক, মালদাতে। আজকের এই অনুষ্ঠানে ৩৫ জন ছাত্রচাত্রীর হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক মিনারুল সেখ, ,অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের রাজ্য সভাপতি মৌলানা মিনারুল সাহেব, চিকিৎসক এবং সমাজসেবি ডঃ হাজিরুল ইবকার, সমাজসেবি হাজি  নুর হোসেন , পপুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক এজারুল সেখ।

সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন মোহাম্মাদ সেলিম হোসেন।

প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে সমাজ গঠনে ছাত্র সমাজের নৈতিক কর্তব্যের কথা তুলে ধরেন। বর্তমান দেশের পরিস্থিতি ও ছাত্রসমাজের দায়িত্ব নিয়ে বিশেষ মোটিভেশন ক্লাস দেওয়া হয়।

Back To Top