কবিতাঃ অপেক্ষায় থাকবো

অপেক্ষায় থাকবো

~রানু সরকার


তুমি কি আসবে সখি কোন এক দিন?
জল কলমীর ঘাটে স্নান করবো দুজনে,

কলমীর রঙ কিছুটা মেখে নিও তোমার অঙ্গে।
ঠোঁটেতে মেখো খানিক দেখাবে বেশ,

সিক্ত বসনে একটু দাড়িও, দেখবো নয়ন ভরে।
তোমার অঙ্গ, যেন সোনা দিয়ে মোড়া,

দোষ নিওনা সখি,পারিনা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে।
হারিয়ে ফেলি নিয়ন্ত্রণ অপরাধ না জাগে তোমার অন্তরে,

স্বীকার কর কোন বসন পরিধান না করো।
তুমি পরবে জল কলমীর বসন তোমাকে লাগবে সুদৃশ্য,

তোমার অঙ্গের ভাঁজে হেসে খেলে ওঠে তড়িৎ।
বাতাসে দুলে ওঠে তোমার চঞ্চল মন,

অতি সনর্দপনে চলো সখি।
নুপুর শব্দ যেন ছড়িয়ে না যায় চারি দিকে,

তোমাকে যে আমার ভাল লাগে ,দোষ নিওনা ভাল লাগাতে,
আমার ইশারায় তুমি এসো কলমী লতার বসন পরে।

তোমার রূপের ধুপছায়া, আমার দৃষ্টি ফেলেছে হারিয়ে,
তোমাকে যেদিন প্রথম দেখি স্বর্গ র্মত্ত্য হয় চঞ্চল।

আমি তোমার অপেক্ষায় থাকবো,
যদি কোন দিন মনে পড়ে অঙ্গে নিও জড়িয়ে।

Back To Top