প্রকাশ্যে গুলি করে হত্যার প্রচেষ্টা জেলা অতিরিক্ত বিচারকের নিজস্ব নিরাপত্তা রক্ষীর

গুলি করার পর বিচারকের ছেলেকে গাড়িতে তোলার চেষ্টা চালাচ্ছে মহিপাল।

দিনকাল ডেস্ক: গুরুগাঁওতে শনিবার দুপুরে প্রকাশ্যে অতিরিক্ত সেশন জর্জ কৃষ্ণকান্ত শর্মার নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী মহিপাল বিচারকের স্ত্রী ও পুত্রকে গুলি করে। আহত দুজনেরই চিকিৎসা চলছে। জানা গিয়েছে বিচারকের স্ত্রী রিতু  আপাতত বিপদ মুক্ত। সংবাদ সুত্রে খবর বিচারক কৃষ্ণকান্ত শর্মার স্ত্রী ও ছেলে ধ্রুব বাজার করার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। সঙ্গে ছিল নিরাপত্তারক্ষী মহিপাল। একটি ভিডিয়ো ফুটেজে  দেখা গিয়েছে মহিপাল প্রথমে  বিচারকের স্ত্রীকে গুলি করে তার পরে  তাঁর  ছেলেকেও গুলি করে। বিচারকের ছেলেকে  আহত অবস্থায় গাড়িতে  তোলার চেষ্টা  করে মহিপাল। ব্যর্থ হয়ে তাঁকে রাস্তায় ফেলে রেখেই গাড়ি নিয়ে চলে যায় মহিপাল। তারপরও সে থেমে থাকেনি বা পালিয়ে যায়নি, প্রথমে বিচারক পরে আরও কয়েকজনকে ফোন করে জানান গুলি চালানোর কথা  বলে।

তদন্ত চলছে পুলিশের
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকগণ

এরপর মহিপাল ওই এলাকার সদর থানায় গাড়ি চালিয়ে পৌঁছান। থানায় গিয়ে আরও একবার গুলি চালায় সে। গুলি চালিয়ে সেখান থেকেই পালিয়ে যায় ওই নিরাপত্তা রক্ষী। পরে অবশ্য তাঁকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। কিন্ত ঠিক কী কারণে তিনি গুলি চালিয়েছেন তা জানা যায়নি। ব্যক্তিগত তিক্তবিরক্ততা না অন্য কোনও কারন রয়েছে, এখনও স্পষ্ট নয়।  টানা জেরা করছে পুলিশ মহিপালকে। সুস্থ হলে বিচারকের স্ত্রী ও ছেলের সঙ্গেও কথা বলবে বলে জানিয়েছে পুলিশ। একটি সূত্র বলছে বিচারকের পরিবারের দুর্ব্যবহার বিরক্ত হয়েই এমন ঘটনা ঘটিয়েছে মহিপাল। ভিআইপি বা ভিভিআইপিদের নিরাপত্তা দিতেই নিরাপত্তাকর্মী নিয়োগ করা  হয়। কিন্ত কখনও কখনও এ ধরনের ঘটনা ঘটে যাওয়া সত্যিই আতঙ্কের। কখন কোথায় কি ঘটবে বলা বা ভাবাই আস্বাভাবিক।

Back To Top