মিজোরামের ৪০ জন বিধায়কের মধ্যে ৩৬ জনই কোটিপতি

দিনকাল ডেস্কঃ সদ্য হয়ে যাওয়ানির্বাচনে কংগ্রেস কে সরিয়ে ক্ষমতা দখল করেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। ৪০ আসনেরবিধানসভাতে ২৬ টি জিতেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। মিজো ন্যাশনাল ফ্রন্টের ২৬ জনবিজয়ী বিধায়কের মধ্যে ২২ জনই কোটিপতি।

এছাড়া কংগ্রেসের ৫ জন বিধায়ক ও বিজেপির একমাত্র বিধায়কও কোটিপতি।

মিজোরামের বিধায়কদের গড় সম্পদের পরিমাণ ২০১৩ সালে ছিল ৩.১০ কোটি। ২০১৮ সালে সেটা ৪.৮৪ কোটি টাকা করে।

৪০ জন বিধায়কের মধ্যে ১০ জন বিধায়কের শিক্ষাগত যোগ্যতা ৫ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ২৯ জন বিধায়ক গ্রাজুয়েট বা তার থেকে বেশি উচ্চ শিক্ষিত বলে ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, মিজোরামে ক্ষমতায় ছিল কংগ্রেস। ৪০ আসনের মধ্যে ৩৪ টি আসন তাদের দখলে ছিল। এবার তারা ৩৪ থেকে মাত্র ৫টি তে নেমে এসেছে। ক্ষমতা দখল করেছে স্থানীয় দল মিজো ন্যাশনাল ফ্রন্ট।

Back To Top