আমি একজন মন্ত্রী, পেট্রোলের দামে আমার কিছু আসে যায় নাঃ কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে কে জ্বালানি তেলের দাম নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন “তেলের দাম বাড়লেও আমার উপর কোন প্রভাব পড়ে না, কারণ আমি একজন মন্ত্রী, গাড়ির জ্বালানি আমি বিনামূল্যে পায়”।

এরপর তিনি আরো যোগ করেন যে “যদি মন্ত্রীত্ব চলে যায় তবে ভুগতে হতে পারে”।

সামাজিক ন্যায়বিচার ক্ষমতায়ণ বিষয়ক এই মন্ত্রী “আমরা বুঝতে পারছি যে সাধারণ মানুষ এটা নিয়ে ভুগছে, সরকারের দায়িত্ব হচ্ছে দাম সাধ্যের মধ্যে নিয়ে আসা”।

রামদাস আটওয়ালে, যিনি আবার রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিশ্চয়তা দেন যে সরকার এটা নিয়ে কাজ করছে, সেইসাথে যদি রাজ্যগুলো ট্যাক্সে কিছুটা ছাড় দেয় তবে জ্বালানি তেলের দাম কমতে পারে।

উল্লেখ্য, বিরোধী দলগুলো আগামী সোমবার জ্বালানী মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সারা ভারত ব্যাপী বনধের ঘোষণা দিয়েছে।

ANI

Back To Top