‘আমি প্রতিশ্রুতি দিয়ে ভোটে জয়ী হতে চাইনি’- জানালেন প্রতিমা মন্ডল

দিনকাল ডেস্কঃ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়  আজ বাসন্তী ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন 520 জন প্রতিবন্ধীকে তাদের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।জয়নগর  সাংসদ প্রতিমা মন্ডল-এর উদ্যোগে  বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েদের জন্য  এই ব্যবস্থা করা হয়।  সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মানুষের কাছে ভোট চেয়েছিলাম, কিন্তু কোন প্রতিশ্রুতি দিয়ে না। আমি তোমাদের কল দেব, রাস্তা দেব, ইলেকট্রিক দেব ,অ্যাম্বুলেন্স দেব, কিছুই না মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছিল।  আজ তাই  মানুষের জন্য  কাজ করলাম।

 আমি প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো, বিশুদ্ধ পানীয় জল ,পৌঁছে দিয়েছি।  মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমি সরকারি চাকরি ছেড়ে মানুষের জন্য  কাজ করতে এসেছি। সেই কাজের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিছু করতে পেরে আজ নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি খুব খুশি যে সাথে সাথে ডাক্তার দেখিয়ে কত পার্সেন্ট প্রতিবন্ধী তার সার্টিফিকেট প্রদান করতে পারছি, 1 কোটি 29 লাখ 13 হাজার 523 টাকার সমগ্র জয়নগর লোকসভা কেন্দ্রের প্রতিবন্ধীদের জন্য এই টাকা  ধার্য করা হয়।  তার মধ্যে থেকে  আজ  বাসন্তী ব্লকের প্রতিবন্ধী মানুষের বিশেষ সামগ্রী তুলে দিতে এসেছি। তেমনি 520জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, অন্ধের লাঠি, প্রতিবন্ধীরিক্সা,এবংপ্রতিবন্ধীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গ্রাম সদস্য বিশিষ্ট ব্যক্তিরা।

Back To Top