মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মায়াবতীর

দিনকাল ডেস্কঃ সদ্য ঘোষিত হওয়া নির্বাচনের ফল সারা ভারতে চমক দিয়ে দিয়েছে। যে ৫ টির রাজ্যে নির্বাচন হয়েছে তার মধ্যে তিনটি বড় রাজ্যে বিজেপির ক্ষমতা ছিল। সেই তিনটি রাজ্যেই কংগ্রেস জিতে চমক লাগিয়ে দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড় রাজ্য থেকে বিজেপি বিদায় হলেও মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটী আসন পিছনে থেকে গেছে।

মধ্যপ্রদেশে ২৩০ টি আসনের। ক্ষমতায় আসতে গেলে দরকার ১১৬ টি। কংগ্রেস জিতেছে ১১৪ টি। সরকার গড়ার জন্য দরকার ১১৬ টি। কম পড়ছে দুটি আসনের। এই অবস্থায় কংগ্রেস কে সমর্থন করতে এগিয়ে আসল বহুজন সমাজবাদী পার্টি। মধ্যপ্রদেশে দুটি আসন পেয়েছে বিএসপি। বিএসপি সুপ্রিমো মায়াবতী এই দুটী সিট নিয়ে কংগ্রেসের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন।

ফলে আপাতত মধ্যপ্রদেশে সরকার গড়তে আর বাঁধা থাকল না কংগ্রেসের।

Back To Top