কাঠুয়া ধর্ষণ কাণ্ডের আইনজীবী দীপিকা সিং রাজাওয়াত-এর জীবন সঙ্কটে

দীপিকা সিং রাজাওয়াত কাঠুয়া ধর্ষণ কাণ্ডে ভিক্টিমের সুবিচারের জন্য তিনি আইনী লড়াই চালাচ্ছেন। কিন্তু তাঁর জীবন এখন বিপদে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “আমি নিশ্চিত যে তারা আমাকে শীঘ্রই হত্যা করবে।” তিনি তাঁর ছয় বছরের মেয়ে, তাঁর স্বামী এবং নিজেকে নিরাপত্তার জন্য ভীত সন্ত্রস্ত। কাঠুয়া ধর্ষণ ও হত্যার মামলা করার পর থেকে ২৪ ঘন্টা সতর্কতা তাঁর জীবনের এক অংশ হয়ে উঠেছে।

কাঠুয়া মামলাটি গ্রহণের পর তাকে অনেক ধর্ষণ ও মৃত্যুর হুমকি পেয়েছেন। জীবনের ঝুঁকি থাকার ফলে রাজ্য পুলিশ তাঁকে নিরাপত্তা দিয়েছিল। কিন্তু তা হয়ত যথেষ্ট নয়। তার সাথে সাথে মামলার প্রায় ১০ মাস পর তিনি পাশে কাউকে পাচ্ছেন না। নানা হ্যারাশমেন্টের সাথে সাথে প্রতিবেশীরাও তাঁদের একঘরে করে রেখেছে। প্রতিবেশীরা তার পিতামাতার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে।

তা সত্ত্বেও তিনি জানান, “আমি একজন মহিলা, একজন মা, আইনজীবী এবং একজন কর্মী। এই কারণে এই ক্ষেত্রে যুদ্ধ যথেষ্ট। তার চেয়েও বেশি আমি একজন দায়িত্বশীল নাগরিক, যিনি ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে পারেন।” তিনি আরও বলেন, “আমি নিশ্চিত যে তারা আমাকে শীঘ্রই হত্যা করবে। “

আরও কতশত আসিফা হবে তা ধারণার বাইরে। যদি এইরকম চলতে থাকে। দোষীরা যদি এইরকম ভাবেই মুক্তি পায়ে যায়।

Back To Top