কবিতাঃ কাশ্মীরে শহীদ সেনা


~গোলাম কিবরিয়া~

আজ মরেছে ৫০ সেনা , ভুলবো কিরে হায় ।
বুকের ভেতর হাজার ঢেউ আজ ,ব্যাথার বেদনায় ।
দেশের জন্য শহীদ সেনা কাশ্মীরের ওই বুকে ।
মৃত্যু দেখে যন্ত্রণাতে হৃদয় , ডুকরে কেঁদে ওঠে ।
কালো সড়ক লাল হয়েছে বীরের তাজা খুনে ।
জঙ্গিরা সব মরবে এবার , বদলা নেবার রণে ‌।
আর বাঁচবে না তোমরা এবার , জীবন জয়ের খেলায় ।
সন্ত্রাসীদের সমাধী রচিবো রক্তে রাঙা ভেলায় ।
আর না বসে থাকবো এবার , প্রিয় দেশের মাটি ।
শহীদদের ঐ রক্ত আমার সোনার চেয়েও খাঁটি ।
দেশ কিংবা বাইরে থাকুক সন্ত্রাসীদের বাসা ।
দেখবে এবার ভয়ংকরি মৃত্যু সর্বনাশা ।
ভারত আমার জন্মভূমি ,ভারত আমার দেশ ।
দেশের জন্য জীবন দেব , করিতে সন্ত্রাস নিঃশেষ ।
দেশের জন্য জীবন দিলো শহীদ সেনা তাঁর ।
অস্তমিত সূর্য এ যে উদিবে’না আর ।
মায়ের কান্না বোনের দুঃখ ভাইকে করে পর ।
চিরদিনের বিদায় নিতে আসলে নারে ঘর ।
স্ত্রী সন্তান মানেনা তাহার চোখের নীরে ভাসি ।
যতই কাঁদো আসিবে না আর ম্লান হয়েছে হাসি ।

Back To Top