ইশা অম্বানি ও আনন্দ পিরামল-এর বিবাহ বছরের না ভারতের সেরা বিবাহ সেটাই বিবেচ্য বিষয়

কোন সিনেমাতেও আজ পর্যন্ত দেখা যায়নি এই রকম বিবাহ অনুষ্ঠান। বা হয়তো কোনও প্রযোজক ভাবেওনি কোনও সিনেমাতে এইরকম বিবাহ অনুষ্ঠান। যেখানে সালমান খান হচ্ছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার, শাহরুখ খান একজন ওয়েটার। করণ জোহর, ঐশ্বর্য রাই বচ্চন, অনিতাভ বচ্চন ও অন্যান্যরা মঞ্চ মাতিয়ে দেন কোমর দুলিয়ে। বাদ ছিলেন না আমির খানও। এসেছিলেন সদ্যবিবাহিত দীপিকা পাড়ুকোন ও রণদীপ সিংহ। দীপিকার জারদৌসি শাড়ি মন কেডে়ছে প্রত্যেকের। প্রিয়ঙ্কা এলেন জমকালো লেহেঙ্গাতে সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাসও। সোনম কপূর এসেছিলেন বাবা অনিল কপূরের সঙ্গে। শহিদ কপূর এসেছিলেন স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে। তিনি আসবেন না, এটা হতেই পারে না। দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত এসেছিলেন স্ত্রী ললিতার সঙ্গে। বলিউড তারকাদের মধ্যে আবারও পোশাকে নজর কাড়লেন রেখা। ছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, মাধুরী দীক্ষিতও। করিনা কপূর, স্বামী সইফ আলি খান ও দিদি করিশ্মা কপূরের সঙ্গে এসেছিলেন, ছিলেন দিশা পাটানিও। বিদ্যা বালান এসেছিলেন স্বামীর সঙ্গে। এসেছিলেন সস্ত্রীক বিধুবিনোদ চোপড়া। বনি কপূর এসেছিলেন তাঁর দুই মেয়ে জাহ্নবী ও খুশি কপূরের সঙ্গে। 
হয়তো লিখতে লিখতে পুরো পৃষ্ঠাই লিখে ফুরোবে না এই তালিকা। তবে কল্পনায় রাখতে পারেন আরও কে কে উপস্থিত ছিলেন।

Amir Khan with his Wife

এত গেল বলিউড তারকাদের তালিকা। এবারে দেখুন ভারতের প্রখ্যাত প্রখ্যাত রাজনীতিবিদদের তালিকা। উপস্থিত ছিলেন প্রাক্তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় , এসেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি. চিদম্বরম। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। চেনা শাড়ীতেই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এসেছিলেন তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডু, এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। বাদ পড়েনি আমেরিকার  প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও মার্কিন রাজনীতিবিদ হুমা আবেদিন সন্ধের দিকেই চলে এসেছিলেন অ্যান্টিলিয়ায়। দু’জনের পরনেই ছিল ভারতীয় পোশাক। এসেছিলেন জন কেরিও। বলিউড তারকাদের সঙ্গে নাচতেও দেখা যায় তাঁদের।

ক্রিকেট মহলের উপস্থিত দেখা গিয়েছে স্ত্রী অঞ্জলি ও পুত্র অরজুন-এর সঙ্গে মাস্টার ব্লাস্টার সচিন, স্বস্ত্রীক হরবজন সিং, যুবরাজ সিং, অনিল কুম্বলে ও আরও অনেক কে।  

অনিল কুম্বলে

মুকেশ ও নীতা অভ্যর্থনায় কোনও রকম ত্রুটি তো রাখেননি। বরং আর পাঁচ জন বাবা-মায়ের মতোই মেয়ের বিয়ের দিন একটানা কাজ করতেও দেখা গিয়েছে দুজনকে।
বরযাত্রীদের সঙ্গে ছিলেন পেশাদার নৃত্যশিল্পীরা। দেশের বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরাও এতে অংশ নিয়েছেন। অম্বানী কন্যা ঈশাকে দুই ভাই বিয়ের মণ্ডপে নিয়ে আসার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, এবার পরিবারের সকলে মিলে আনন্দ করবেন, এমনটাই জানিয়েছে সূত্র। খাবারেও ছিল অনেক রকমের পদ। পুডিং থেকে কেক, চকোলেট থেকে গুলাবজামুন, সুফলে থেকে প্যানকেক, অ্যাপল পাই, রিচ চকোলেটি পুডিং, হুইপড ক্রিম অ্যান্ড চিজ আইসক্রীম কিছুই বাদ ছিল না সেখানে। 

শুধুমাত্র ফল দিয়ে তৈরি এত রকমের ডেজার্ট ছিল ঈশার প্রি-ওয়েডিংয়েই, তা অবাক করেছে খাদ্যরসিকদেরও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের নিচে লিখেছেন, বিয়ের অনুষ্ঠানের আয়োজন তাহলে কতটা এলাহি হতে চলেছে। প্রতিটি ফল আবার ঢাকা ছিল চকোলেটের আস্তরণেও। সেই সুইস চকোলেটে মোড়া অসংখ্য ফলের ডেজার্ট দেখে মন ভরে গিয়েছে মিষ্টিপ্রেমীদেরও। অনেকগুলি সুসজ্জিত কাউন্টারে আবার ঝুলছিল চকোলেটে মোড়া ফল। ছিল ব্রাউনি ও আইসক্রীমেরও বিপুল আয়োজন। ঈশার বিয়ের মেনুতেও বিশ্বের প্রতিটি দেশের সেরা এমনই ডেজার্টগুলিরই আয়োজন থাকবে বলে জানিয়েছে সূত্র।

শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর এই রিসেপশনে ফের দেখা যেতে পারে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বলিউডের অসংখ্য তারকাদের। থাকার কথা ক্রীড়াজগতের অন্যান্য ব্যক্তিত্বদেরও। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও গার্ডেনে হচ্ছে এই রিসেপশন। এই গ্র্যান্ড রিসেপশনের জন্য রয়েছে বেশ কয়েকটি নিয়মও। রিসেপশনের জন্য যে কার্ডটি বেছেছেন ঈশা আর আনন্দ তাতে রয়েছে আবেগের ছোঁয়া। দু’জনেরই জীবনে ঠাকুরদা, ঠাকুরমার অবদান অসীম। সেই অনুযায়ী, বিশেষ দুটি প্রতীক নির্বাচন করেছেন তাঁরা বিয়ের কার্ডের জন্য। ঈশা ও আনন্দ জানিয়েছেন, জীবনের সবচেয়ে আনন্দের দিনটা তাঁরা কাটাতে চান অতিথিদের উপস্থিতিতে। তাঁদের শুভেচ্ছাও চেয়েছেেন নবদম্পতি।
তবে রিসেপশনের মূল বৈশিষ্ট্য অন্য জায়গায়, রিসেপশনে বিশেষ গানের কনসার্ট রয়েছে। কে উপস্থিত থাকবেন, তা নিয়ে অম্বানী বা পিরামল পরিবারের তরফে নিশ্চিত করা না হলেও এ আর রহমান ও উস্তাদ জাকির হোসেনের নাম জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়

দেখেনিন হিলারি ক্লিনটন এর ডান্স

https://twitter.com/SameeraKhan/status/1072677985252192256
Back To Top