ইমাম কাউন্সিলের সেমিনার “আসুন সকলে মিলে দেশ বাঁচায়” শিরোনামে

বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জ-2 ব্লকের সম্মতিনগর শিবপুর জুমা মসজিদে অনুষ্ঠিত হল “আসুন সকলে মিলে দেশ বাঁচাই” শিরোনামে অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল-এর সেমিনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুত তাওয়াব সাহেব। তিনি তাঁর সভাপতির ভাষণে বলেন বর্ণবাদী, ফ্যাসিবাদী সরকার দেশকে এক হাজার বছর পেছনে নিয়ে যেতে চাইছে। দেশের জনগণ যদি সচেতন না হয় তা হলে অন্ধকার  নেমে আসবে ভারতে। উপস্থিতি ছিলেন কাউন্সিলের রাজ্য সভাপতি মাওলানা মিনারুল সেখ। তিনি আলোচনা করেন, বিগত কয়েক বছর ধরে আমাদের দেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, দলিত ও সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। মুসলিম পার্সোনাল ল-বোর্ড এর উপর হস্তক্ষেপ সহ NRC-র অপব্যবহার একাধিক ক্রিয়াকর্ম ভারতের ঐতিহ্যপূর্ণ সংবিধানিক ব্যবস্থাকে কালিমালিপ্ত করে চলেছে। দেশের জনগনের জন্য এটি অভিশাপ এটাকে সকলে মিলে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষে করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মাওলানা সহিদুল ইসলাম ও সম্পাদক জিয়াউর রহমান। সেমিনারের শেষে রাজ্য সরকারের মদের লাইসেন্স প্রদানের প্রতিবাদে রঘুনাথগঞ্জ BDO সাহেবের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের দায়িত্বশীলগণ।

 

Back To Top