বাংলাদেশের বিশিষ্ট কবি নিশাত খানের আকস্মিক প্রয়াণ  

দিনকাল ডেস্কঃ  কবি ও লেখক এবং মজলুম মানুষের জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির নাতি নিশাত খানের জীবনাবসান হয়েছে। বুধবার সকাল ৮ টাই (৩১ অক্টোবার) ঢাকার বারডেম হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর এই আকস্মিক মৃত্যুতে কলকাতা এবং ঢাকার সাহিত্য ও সংস্কৃতি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি রেখে যান এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, আত্মীয় পরিজন, বন্ধু ও অগণিত গুণগ্রাহী কে।

উল্লেখ্য, বাংলাদেশের সত্তর দশকের অন্যতম কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ণ বোর্ডের পরিচালক, মৌলানা ভাষানীর নাতি কবি নিশাত খানের এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের আরেক বিশিষ্ট কবি এবং মুক্তি যোদ্ধা কবি মোহন রায়হান। তিনি বলেন কিছুতেই এই মৃত্যু ভোলা যাবে না। কিছুতেই ভোলা যাবে না এই প্রাণবন্ত পরোপকারী, অমায়িক এই সৎ মানুষটিকে। আমি একজন অভিন্ন হৃদয় বন্ধুকে হারালাম। তাঁর এই মৃত্যুতে বাংলা সাহিত্যের এবং কবিতার খুব ক্ষতি হয়ে গেল। অন্যদিকে কবি সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন বলেন, একজন দরাজ দিল মানুষকে হারালাম। তাঁর অতিথি পরায়ণতা ছিল অমায়িক। মানুষের সঙ্গে পরিচিত হলে তাকে খুব আপন করে নিতে পারতেন। মজলুম মানুষের জননেতা মৌলানা ভাসানির নাতি হওয়ার সুবাদে তাঁর এই প্রয়াণে পশ্চিমবঙ্গেও নেমে এসেছে শোকের ছায়া।

Back To Top