সমস্যা ও সমাধানে ইসলাম

বিশিষ্ট দার্শনিক ও চিন্তাবিদ জর্জ বার্নার্ড শ একদা বলেছিলেন,” ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুসলিমরা এর নিকৃষ্ট অনুসারী”। কথাটার মধ্যে বিতর্ক আছে। কিন্তু ইসলামের উদারবাদীরা আজো ইসলামের মধ্যেই তারা সব সমস্যার সমাধানকে খুঁজে পান। বর্তমানে পৃথিবীর দিকে দিকে যে সব সন্ত্রাসী কার্যক্রম ঘটে যাচ্ছে তাকে প্রকৃত ইসলাম অনুসারিরা মোটেই সমর্থন করেন না বা বরদাস্ত করে না। ভারতে কেরালা প্রদেশে একটি মসজিদে এক অমুসলিম মেয়ের বিয়ে র যাবতীয় খরচ বহন করে সেই মেয়ের বিবাহ কার্য শেষ করে। এ তো ইসলামের উদারতার একটি জ্বলন্ত উদাহরণ। কিন্তু বিশ্ব বাণিজ্য কেন্দ্র, কাবুল হামলা সহ যেসব হামলা বা সন্ত্রাসী কার্যক্রম হয়েছে তা অবশ্যই নিন্দনীয় এবং একে কখনো ইসলাম সমর্থন করে না। কিন্তু একে যারা জেহাদের নাম দিয়ে চালাতে যান তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা করে। ফলে এ নিয়ে ইসলামকে অনেকেই কাঠগড়ায় দাঁড় করাতে যায়। কিন্তু সেটা সঠিক নয়। সেটা প্রয়োগের দোষ। ইসলামে পরিস্কার বলা হচ্ছে সম্পত্তি নষ্ট করা বা প্রাণহানির ঘটনা এড়িয়ে চলতে হবে। কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মুসলিমদের এটা চলছে। এর ফলে তার দায় বর্তাচ্ছে একটা দর্শনের উপর। কিন্তু ঐ দর্শন সবসময়ই শান্তির কথা বলে। বর্তমান বিশ্বে মুসলিমদের আচার – আচরণ মাঝেমধ্যে এমন একটা জায়গায় চলে যায় যখন সব কিছু ইসলামের উপর বর্তায়। এটা সঠিক নয়। ইসলাম কখনোই সীমালঙ্ঘনকারীকে সমর্থন করে না। ইসলাম সংযম, শান্তি, ধৈর্য ও সহনশীলতাকে বেশি গুরুত্ব দেয় এবং এই পথগুলিকেই শ্রেষ্ঠ পথ মনে করে। ইসলাম সমস্যা সমাধানে পথ বাতলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top