“স্বাস্থ্যবান নাগরিক, শক্তিশালী জাতি” শিরোনামে জাতীয় স্বাস্থ্য প্রচারাভিযান পপুলার ফ্রন্টের

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জঙ্গিপুর মহকুমা শাখার 11 কিমির ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন করলো। প্রতি বছরের ন্যয় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সারা দেশজুড়ে এই 15-31 শে অক্টোবর পর্যন্ত 16 দিনের “স্বাস্থ্যবান নাগরিক, শক্তিশালী জাতি” শিরোনামে জাতীয় স্বাস্থ্য প্রচারাভিযান শুরু করেছে। এই প্রচারাভিযানের অংশ হিসাবে গত বছরের ন্যায় এই বছরও সংগঠনের জঙ্গিপুর শাখা আজ রবিবার (28/10/2018) লালগোলা বাসস্ট্যান্ড থেকে কাঁটাখালি হাই স্কুল পর্যন্ত দীর্ঘ 11 কিমি ম্যারাথন দৌড় নির্ধারিত সময় অনুযায়ী সকাল 7 টার সময় শুরু হয়।

শংসাপত্র ও পদক হাতে প্রতিযোগীগণ

এইদিন ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী 126 জন প্রতিযোগীর মধ্যে 117 জন প্রতিযোগী লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হয় । পতাকা নাড়িয়ে দৌড় প্রতিযোগিতার সূচনা করেন মহকুমা সভাপতি মোঃ হাবিবুর রহমান। আজকের দৌড় প্রতিযোগিতায় মাত্র 31 মিনিটে ১১ কিমি দৌড়ে প্রথম স্থান অধিকার করে মোহন রবিদাস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে
অর্জুন রবিদাস ও তহিদুল ইসলাম।

যোগা প্রদর্শন করছেন পপুলার ফ্রন্টের সদস্যরা

সংগঠনের পক্ষ্য হতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ও মাত্র 35 মিনিটে দৌড় সম্পন্নকারী পন্ডিতপুর সিনিওর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির বিশেষ প্রতিবন্ধী ছাত্র রিন্টু সেখদের কাপ, সম্মানসূচক শংসাপত্র ও পদক প্রদান করা হয় । এছাড়া দৌড় সম্পন্নকারী সকল প্রতিযোগীকে সম্মানসূচক পদক ও শংসাপত্র প্ৰদান করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি মোঃ সাহাবুদ্দিন, রাজ্য সহ সভাপতি মোঃ আসাদুল্লাহ, জঙ্গিপুর মহকুমা সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সম্পাদক মোঃ আব্দুর রহমান ও অন্যান্য মহকুমা নেতৃত্ববৃন্দ। রাজ্য সভাপতি মোঃ সাহাবুদ্দিন তার বক্তব্যে স্বাস্থ্য সচেতনতার উপর বক্তব্য পেশ করেন। অনুষ্ঠান শেষে যোগা প্রদর্শিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সেলিম।

শংসাপত্র তুলে দিচ্ছেন পপুলার ফ্রন্ট এর রাজ্য সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন
Back To Top