NRC নিয়ে গেট টুগেদার পপুলার ফ্রন্ট এর

 

দিনকাল ডেস্কঃ বর্তমান ভারতে যদি সবথেকে বড় সমস্যায় কেউ আজকে থাকে তাহলে আছে আসামের ৪১ লাখ বাঙালী। গত জুলাইয়ে এনআরসি ঘোষণায় রাতারাতি ৪১ লাখ লোককে দেশহীন করে দিয়েছে আসামের বিজেপি সরকার। এরপরে শুধু ভারত নয় সারা বিশ্বেই এনিয়ে তোলপাড় হয়ে ওঠে।

শুধুমাত্র ভাষার বিচারে কি কাউকে নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দেওয়া যায়! প্রশ্ন উঠছে অনেক, কিন্তু এই অবস্থায় কি অন্য বাঙ্গালিদের কি পদক্ষেপ নেওয়া উচিৎ এ নিয়েই গতকাল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে হয়ে গেল একটি গেট টুগেদার মিট। এই মিটে উপস্থিত ছিলেন আসাম ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস প্রিন্সিপাল তপোধীর ভট্ট্যাচার্য, প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম, ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক নীতিশ বিশ্বাস, এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সাদউদ্দিন সহ আরো অনেক সামাজিক কর্মী।

এই গেট টুগেদার মিটে NRC নিয়ে গভীরভাবে আলোচনা হয়। কিভাবে এই অপপ্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া যায় সেই বিষয়েও আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিগণ।

 

Back To Top