কবিতাঃ সব মনে রাখা হবে

সব মনে রাখা হবে

~আমির আজিজ
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে
তোমাদের লাঠি আর গুলি কেড়ে নিয়েছে আমার যে সব ভাইয়েদের প্রাণ,
তাঁদের স্মরণে হৃদয়কে শোকাভিভূত রাখা হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।।

তোমরা কালি দিয়ে ‘মিথ্যা’ লিখবে, আমরা তা জানি,
সে আমাদের রক্ত দিয়ে হলেও ‘সত্য’ অবশ্যই লেখা হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।।

মোবাইল, ইন্টারনেট, টেলিফোন দিনদুপুরে বন্ধ করে,
শৈত্য তিমির রাত্রে গোটা শহর অবরুদ্ধ করে,
সহসা হাতুড়ি ল’য়ে আমার গৃহে প্রবেশিয়ে,
আমার শির-দেহ, আমার ক্ষুদ্র জীবন গুড়িয়ে দিয়ে,
চৌমাথায় আমার কলিজার টুকরাকে হত্যা করে,
অবাধ লীলায় তোমাদের ভিড়ে দাঁড়িয়ে হেসে যাওয়া,
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।।

দিনের বেলা সামনে এসে মিষ্টি মিষ্টি বাক্যালাপ করা,
সব কিছু ঠিক আছে; সব ভাষায় বিড়বিড় করা,
রাত্রি ঘনিয়ে আসতেই ‘অধিকার চাওয়া’ লোকেদের উপর লাঠি, গুলি ছুড়া
আমাদের ‘পরেই চড়াও হয়ে আমাদেরই হামলাকারীরূপে প্রচার করা,
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।।

আমি আপনার হাড়ে লিখে রাখব এসব কাহিনী,
তোমরা যে চাইছো আমার পরিচয়পত্রখানি,
আমার ওজুদের প্রমাণ তোমায় নিশ্চয় দেওয়া হবে,
এ লড়াইও তোমার আখেরি শ্বাস অবধি লড়া হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।।

মনে এও রাখা হবে ,কি কিভাবে তোমরা দেশ ভাঙার চক্রান্ত করেছিলে,
কি কিভাবে আমরা দেশগড়ার অভিপ্রায় করেছিলাম, এটাও মনে রাখা হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।।

কাপুরুষতার যিকির যেদিনই হবে এ ভুবনে,
তোমাদের কার্য স্মরণ করা হবে।
যখনই বীরত্বের কথা উঠবে এ ভুবনে,
আমাদের নাম লওয়া হবে।
যে, কিছুজন ছিল, লোহার হাতুড়ি যাদের সঙ্কল্প ভেঙে দিতে পারেনি,
কিছুজন ছিল, সত্তা যাদের ঠিকাদারদের ধনে বিকিয়ে যায়নি।
কিছুজন ছিল, যারা টিকে ছিল নূহের তুফান অতিক্রান্তের পরও
কিছুজন ছিল, যারা জীবিত ছিল নিজের মৃত্যু সংবাদ আসার পরও।
চাই সে; চোখের পলক বন্ধ হতে ভুলে যাক,
চাই সে; যমীন কক্ষপথে ঘুরতে ভুলে যাক,
আমাদের কাটা ডানার উড়ানকে
আমাদের ভাঙা গলার আওয়াজকে, মনে রাখা হবে।

তোমরা রাত লিখ, আমরা চাঁদ লিখব,
তোমরা জেলে ঢুকাও, আমরা পাঁচিল ফুঁড়ে লিখব,
তোমরা এফ.আই.আর. লিখ, তৈরী আমরাও লিখব,
তোমরা মোদের মেরে ফেল, আমরা ভূত হয়ে লিখব,
তোমাদের হত্যার যত প্রমাণ লিখব।

কাছারিতে বসে তোমরা কৌতুক লিখ,
আমরা দেওয়ালে ইনসাফ লিখব।
বধিরও শুনে এত জোরে বলব,
অন্ধও পড়ে এত সাফ লিখব।
তোমরা কালো পদ্ম লিখ, আমরা লাল গোলাপ লিখব,
তোমরা যমীনে যুলুম লিখ, আসমানে ইনকিলাব লিখা হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।।

তোমাদের নামে যাতে অভিশাপ পাঠানো হয়,
তোমাদের মূর্তিকে যাতে কালিমালিপ্ত করা হয়;
তোমাদের নাম, তোমাদের মূর্তিকে আবাদ রাখা হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।।
**

দিনকাল ডট ইন এর জন্য অনুবাদ করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে আরবী সাহিত্যের গবেষক এরশাদ মির্জা
বিঃদ্রঃ- সাম্প্রতিক দেশব্যাপী অসাংবিধানিক CAA কালা কানুনের বিরুদ্ধে সোচ্চার হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও নিরীহ মানুষের উপর মনুষত্ব্যহীন বর্বর সরকার যে অমানবিক অত্যাচার চালিয়ে চলেছে, তার বিরুদ্ধে প্রসিদ্ধ তরুন কবি আমির আজিজ- এর বিখ্যাত নাজ্ম ‘سب یاد رکھا جائے گا’, যা তিনি JNU, শাহীন বাগ ও সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত CAA/NRC বিরোধী কবি সম্মেলন ছাড়াও অসংখ্য জায়গায় পরিবেশন করে দেশের ‘সংবিধান বাঁচানো’র লড়াই-য়ে মানুষকে বহুল পরিমাণে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছেন, এখানে তার অনুবাদের প্রয়াস করা হয়েছে মাত্র।

Back To Top