আমাকে গ্রেফতারের ক্ষমতা ওদের বাপেরও নেইঃ রামদেব

বিতর্ক পিছু ছাড়ে না এই বাবার। মাঝে মধ্যেই আলাপটকা মন্তব্য করে রোষের শিকার হয় এই ব্যবসায়ী বাবা।

কদিন আগে সেরকমই এক কান্ড করে বসেন তিনি, অ্যালোপাথির বিরুদ্ধে মন্তব্য করেন, বলেন অ্যালোপ্যাথি চিকিৎসা কাজের নয় বলেও দাবী করে, ১০ হাজার ডাক্তার এই ঔষধ খেয়েই মারা গেছে বলেও দাবী করেন।

কিন্তু এই বিতর্কিত মন্তব্যের পর বসে থাকেনি আই এম এ বা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, তারা স্বাস্থ্যমন্ত্রককে এই ব্যক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে, দাবী করে বাবা রামদেবকেও ক্ষমা চাইতে হবে।

চাপে পড়ে প্রথমে ক্ষমা চাইলেও, আবারও রামদেব টুইটারে ২৫ টি প্রশ্ন করে উত্তর চান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাছে। এরপরে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উত্তরাখন্ড শাখা ১০০০ কোটি টাকার মামলা করে রামদেবের বিরুদ্ধে, তারা রামদেবের গ্রেফতারের দাবীও তোলেন।

এরপরেই একটি ভিডিওতে দেখা যায়, রামদেব মন্তব্য করছেন “আমাকে গ্রেফতারের ক্ষমতা ওদের বাপেরও নেই।”

এসব মন্তব্য করার জন্য বা করোনার প্রতিষেধক হিসেবে করোনীল নামে একটি সিরাপ টাইপের কিছু বের করে ব্যবসা করার জন্য বা অ্যালোপ্যাথি অকেজো বলার কী হবে সেটা সময়ই বলবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top