ব্রিগ্রেডের সমাবেশে মমতার প্রধানমন্ত্রী পদের দাবী নিয়ে সংশয় থেকে গেল

দিনকাল ডেস্কঃ ব্রিগ্রেড সমাবেশ লোক সমাবেশ ব্যাপক। শনিবার জনতার ঢল নেমেছিল। তৃণমূলের এই বিজেপি বিরোধী সভা সফলও হল। কিন্তু বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতারা জোট গড়ার ডাক দিলেও কেউ একবারও মমতার প্রধানমন্ত্রী নিয়ে একবারও কিছু বললেন না। তাহলে কি কেবল আমন্ত্রন রক্ষা করতে এসেছিলেন। বিজেপি বিরোধী দলের নেতৃত্ব? রাজনৈতিক মহলে এ নিয়ে গুঞ্জন। শারদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আব্দুল্লাহ কিংবা তেজস্রী যাদব থেকে অখিলেশ যাদব কেউই মমতার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে সরাসরি বললেন না। অন্যদিকে রাজনৈতিক মহল এও মনে করছে যে, মমতার ফেডারেল ফ্রন্ট কি তবে বিজেপি-এর সুবিধা পাইয়ে দেওয়া? এ নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অন্য দিকে কংগ্রেস নেতা মনু সিংভী মহাজোটের ডাক দিলে ঘোর অস্বস্তিতে পড়ে যায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এ দিকে ব্রিগ্রেডের জনসভা হলেও তৃণমূলের বিশৃঙ্খলা ও সবরুট থেকে সরকারী -বেসরকারি বাস তুলে নেওয়ায় কলকাতা এক রকম অবরুদ্ধ হয়ে যায়। চরম ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। নাজেহালও হন।

Back To Top