কবিতাঃ বিচার

~গোলাম মোহাম্মদ

আজ এ বিশ্বে বিচারধারা দুর্বলতো বটেই ,
বল আছে যার তারা এদেশে ভয় পায়না মোটেই !
যে নিঃস্ব সেই কারিগড়
বিচারালয়ে পায় অবিচার ৷

ভেবে দেখ হে শ্রেষ্ঠ মানবের সন্তান,
করোনা যেন অর্থের লোভে স্লেচ্ছের গুণগাণ ৷
এক হও সব করোনা বিবাদ,
নেই তোমাদের কোন অপরাধ৷
ধন আছে যার বাঁচবেনা সে
কাল ধান্ধার কালোটাকায় ৷
ভয় পেয়োনা নিরপরাধ,
ফাঁসবে তো সেই যে পাতে ফাঁদ ৷

আজকে দেশের নিরপরাধ পায়না খেতে পেটপুরে,
উচ্চশ্রেণীর হীন্ জনেরা দুধভাত খায় মুখঘুরে ৷
পাব কি বিচার হে বিধাতা ?
রক্ষা করো মোদের মাথা ৷৷

Back To Top