মমতার ব্রিগ্রেড সমাবেশ বিজেপি বিরোধী উত্তাপ কতখানি

দিনকাল ডেস্কঃ স্বপ্নলোকে বসবাস তৃণমূলের নেতা কর্মীদের দাবি শনিবারের ব্রিগ্রেড সমাবেশ সবকিছুকে ছাপিয়ে যাবে। কিন্তু আমজনতার বক্তব্য, মমতার ব্রিগ্রেড সমাবেশ কতখানি বিজেপি বিরোধী হয়ে উঠবে। কেননা সারদা সহ বিভিন্ন চিটফান্ড কাণ্ড বিভিন্ন ক্ষেত্রে দলকে বাঁচানোর জন্য দিদি-মোদী সেটিংটা খুবই সুক্ষ। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেডারেল ফ্রন্টের কথা বলছেন তাতো বিজেপির সুবিধা করার পক্ষে যথেষ্ট বলে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল আরও বলছে যে, মমতা দেবী যদি এতটাই বিজেপি বিরোধী তাহলে ওই সরকারের জন্য বিরোধী নিতির বিরুদ্ধে ১৪টি ট্রেড ইউনিয়ন যে সাধারণ ধর্মঘট ডেকেছিল টা আটকিয়ে ছিল কেন ? এটা কি বিজেপি-র সঙ্গে সেটিং-এর জন্যই। দ্বিতীয়ত রাজনৈতিক মহল মনে করছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে মমতা একটি ম্যাজিক ফিগারে আসন পেলে যে জোট ওকে প্রধানমন্ত্রী পদ দেবে তার দিকে ঝুকে যাবে। রাজনৈতিক মহলের ধারণা মমতার ব্রিগ্রেড মিছিল  নিয়ে তার কর্মী সমর্থকদের যে গলাবাজি চলছে ৫০ লাখ লোক হবে, তাদের জানা দরকার ১৯৭২ সালের ১০ জানুয়ারী সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের সভা ব্রিগ্রেড ছাপিয়ে গিয়েছিল। আবার তার ঠিক ৫ বছর পর ‘৭৭’ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর যে ব্রিগ্রেড সমাবেশ হয়েছিল তা অনেকটায় ঐতিহাসিক। সেই সমাবেশ কি তৃণমূল করতে পারবে?

রাজনৈতিক মহলের আরও বক্তব্য, মমতার এই সমাবেশ কতখানি বিজেপি বিরোধী হবে?

Back To Top