যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ‘সওগাত’ পত্রিকার শতবর্ষ

দিনকাল ডেস্কঃ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ‘সওগাত’ পত্রিকার শতবর্ষ। বৃহস্পতিবার মধ্য কলকাতার কিড স্ট্রিটে ইরান সোসাইটিতে ‘আওয়াজ’ নামে একটি সংখ্যালঘু কল্যানভিত্তিক সংগঠন দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে। ‘সওগাত’ পত্রিকার শতবর্ষ শুধু কলকাতায় পালন করে থেমে থাকবে না। এটি জেলায় জেলায় পালন করা হবে বলে ‘আওয়াজ’ এর তরফে জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ সাইদুল হক, অধ্যাপক গৌতম রায়, আনন্দবাজারের সাংবাদিক কাজী গোলাম গাউস সিদ্দিকী, ডাঃ ফুয়াদ হালিম, মুহাম্মদ সবুর আলি ও রেলকর্মী ইউনিয়নের বিশিষ্ট নেতা সাখাওয়াত হোসেন। বক্তারা বলেন, বর্তমানে যেটি রফি আহমেদ কিদওয়াই রোড, আগে তার নাম ছিল ওয়েলেসলি স্ট্রিট। মুসলিম ইন্সটিটিউটের বিপরীতে ওয়েলেসলি স্ট্রিট থেকে কাগজটি বের হত। সওগাতের সঙ্গে যুক্ত মুজফফর আহমেদ, মোহাম্মদ নাসিরুদ্দিন, বিদ্রোহী কবি নজরুল ইসলাম সহ এক ঝাঁক জনপ্রিয় লেখক কবি সাংবাদিক। স্বাধীনতা সংগ্রামে এই পত্রিকার ভূমিকা ছিল অপরিসীম। তাই পত্রিকার বিগত দিনের সংখ্যাগুলি আবার মানুষের সামনে আনতে হবে।

Back To Top