পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সংবর্ধনা প্রদান

আবুবাকার সিদ্দিক, ধুলিয়ানঃ বিড়ি শ্রমিকের ঘর থেকে ডব্লিইবিসিএস (এক্সিকিউটিভ) পদে রাজ্যে ১৪ তম স্থান অধিকার করে সকলের নজর কাড়লেন  মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের সন্তান সামিরুল ইসলাম । রবিবার তাঁকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ধুলিয়ান DEC র পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।বৃহস্পতিবার রেজাল্ট হওয়ার খবর সামিরুলের গ্রাম সামসেরগঞ্জের যাদবনগরে ছড়িয়ে পড়তেই এলাকায় খুশির বন্যা বয়ে যায়।

মুর্শিদাবাদের অন্যতম পিছিয়ে পড়া ব্লক সামসেরগঞ্জের যাদবনগর গ্রামের তাসিরুদ্দিন শেখ । গ্রামে গ্রামে চাল বিক্রি ও বাড়িতে বিড়ি বেঁধেই সংসার পরিচালনা করেন তিনি । মা  জাহানারা বিবিও বিড়ি শ্রমিক । তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে কোনোরকমে সংসার নির্বাহ করলেও ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে কোনোরকম আপস করেন নিন তিনি। নিজেরা অশিক্ষিত হলেও ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় পৌছে দিতে সদা ততপর তাসিরুদ্দিন ও জাহানারা বিবি । বড় ছেলে সামিরুল ইসলামকে বড় অফিসার বানানোর নেশায় অষ্টম শ্রেণীতেই একটি মিশনে ভর্তি করলেও টাকার অভাবে বাড়ি চলে আসতে হয় তাকে। বাড়িতেই মা বাবার সাথে বিড়ি বাধার কাজে সাহায্য করে পড়াশুনা করে  পঞ্চগ্রাম হাইস্কুল থেকে মাধ্যমিক দিয়ে রহমতে আলম মিশনে ভর্তি হন ।সেখান থেকে উচ্চমাধ্যমিক ও বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ক্লাস রেজাল্ট নিয়ে ২০১৩ সালেই গ্রাজুয়েশন সম্পন্ন করে সে । তারপর থেকেই ডব্লিইবিসিএস এর প্রস্তুতি চলতে থাকে। পরের বছরই বিসিএস এ পাস করে রেভিনিউ অফিসার পদে চোপড়া ব্লকে যোগদান করেন সামিরুল। তারপরেও কমেনি তার অদম্য জেদ । চলতে থাকে তার প্রস্তুতি । ফের ২০১৭ সালে পরীক্ষায় বসেন তিনি । বৃহস্পতিবার সেই পরীক্ষার রেজাল্ট বেরোতেই দেখা যায় সামিরুল রাজ্যে জেনারেল সিটে ১৪ তম স্থান অধিকার করে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে পাশ করেছেন। ট্রেনিং সম্পন্ন হলেই কিছুদিন পর ব্লক ডেভলপমেন্ট অফিসার পদে যোগ দিবেন তিনি। সামিরুলের সাফল্যের কথা এলাকায় ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার বয়ে যায় এলাকায় ।
এদিনের প্রোগ্রামে তাঁর কঠিন পরিস্থিতিতে পাশে থাকার জন্যে তিনি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুব খুশি হন সামিরুল ইসলাম।

Back To Top