শ্রাবণের চাঁদ


~অনুরাগ

গত কাল চলিলো যে দিন
সূর্য রবি কিরণে ।
আজকের দিন হইলো শুরু
বৃষ্টি ধারা পিড় নে ।
সকাল বেলার ক্ষণে কি ধরিল মনে
বৃষ্টি ঝরা খেলা ।
শোক তাপ নাহি মুখ পানে চাহি
ভয়ে করিছে কাদার ছলা ।
যে রবি জাগিবে ভোরে
ঢাকে তাহা মেঘের ঘোরে ।
মেঘ সূর্যের দাড়িয়ে দোরে
আজ তাড়িয়ে দিও না মোরে ।
আসিয়ছি কঠিন তপস্যায়
তবুও ঠাই নাহি পাই ।
শুষ্ক এ মরু মাটি হয় নাকো পরিপাটি
শুকিয়া গিয়াছে তাদের হৃদয়
একফোঁটা জল শুধু চাই ।
সূর্য কহিলো শেষে জাগিবে যে হেসে হেসে
পেতোনা সামনে ফাঁদ ।
আমার অপেক্ষায় জাগিয়া রহিবে
এই শ্রাবণের চাঁদ ।

Back To Top