আজ থেকে বাংলাদেশ বইমেলা শুরু কলকাতায়

দিনকাল ডেস্কঃ শুক্রবার থেকে কলকাতায় শুরু হল অষ্টম বাংলাদেশ বইমেলা। কলকাতার রবীন্দ্রসদন সংলগ্ন মোহরকুঞ্জে এদিন এই বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বইমেলার আয়োজক কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো মেলার সাংস্কৃতিক সহযোগী।

বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের দর্শকদের একাংশ

বইমেলা ছাড়াও প্রত্যেকদিন থাকছে বিশেষ অনুষ্ঠান। এইসব অনুষ্ঠানে অংশগ্রহন করবেন বিখ্যাত লেখক ইমদাদুল হক মিলন, কবি জয় গোস্বামী, প্রাবন্ধিক ইমানুল হক, ডঃ নবনীতা বসু হক, আমীরুল ইসলাম সহ নানান বিখ্যাত ব্যক্তিত্বগণ।

অনুষ্ঠান শুরুর আগে বিশেষ নাচ

বাংলাদেশ উপ হাইকমিশনার তৌফিক হাসান বইমেলার কথা বলতে গিয়ে তিনি বলেন যে, এই বইমেলা দুই দেশের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে। আজকে এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, প্রথম সচিব (বাংলাদেশ উপ হাই কমিশন, বাণিজ্য বিভাগ), এছাড়া আরও বক্তব্য রাখেন ফরিদ আহমেদ, ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অনেকেই।

এই বইমেলায় বাংলাদেশ থেকে ৬৯ টি প্রকাশনা সংস্থা তাদের বই সামগ্রী নিয়ে যোগ দিয়েছে। প্রথম দিনেই বইপ্রেমীদের ভিড় ছিল দেখার মত।

বই মেলা চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

Back To Top