বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমানের ১৩৬ জন যাত্রী

ক্ষতিগ্রস্ত বিমান

দিনকাল ডেস্ক: বড়সড় বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এয়ার ইন্ডিয়া বিমানের ১৩৬ জন যাত্রী৷ গতকাল রাত ১.৩০ নাগাদ ঘটনাটি ঘটে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমান বন্দরে দুবাই গামি বিমানটি খুব নিচু দিয়ে ২৫০-২৯০ প্রতি ঘণ্টায় গতিবেগে যাচ্ছিল। কিন্তু  আকাশে ওড়ার পূর্বেই বিমান বন্দরের দেওয়ালে ধাক্কা মারে। তবে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও বিমানের ধাক্কায় বন্দর লাগোয়া দেওয়াল ভেঙে পড়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷  ধাক্কা লাগার  ৪ ঘণ্টা ওড়ার পর বিমানটি সকাল ৫ টা ৩৫ মিনিট নাগাদ মুম্বায়ে নামানো হয়। ১৩৬ জন যাত্রী সহ ৬ জন ক্রূরকে ভালভাবেই উদ্ধার করা গিয়েছে কোনরকম ক্ষয়ক্ষতি ছাড়ায়। পরে অপর একটি বিমানের ব্যাবস্থা করা হয় সেইসব যাত্রীদের গন্তব্যে পাঠানোর জন্য এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে।

ক্ষতিগ্রস্ত বিমান বন্দরের দেওয়াল

অভিযোগ, সম্ভবত চালকের ভুলে টেক অফের সময় কন্ট্রোল রুমের পাঁচিলে ধাক্কা মারে বিমানটি৷ বিমানের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কন্ট্রোল রুমের পাঁচিল৷ ঘটনায় কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিমানটির প্রচুর ক্ষতি হয়েছে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে৷ উড়ানের সময় পাইলট অথবা সিগনালিংয়ের ভুলে দুর্ঘটনায় পড়ে বিমানটি৷

 

 

এদিনের এই ঘটনার পর ত্রিচি থেকে বিমানটিকে মুম্বইয়ে ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে৷ কী কারণে এই দুর্ঘটনা? তা জানতে শুরু হয়েছে তদন্ত৷ আপাতত ওই বিমানের পাইলট ও কো-পাইলটকে সরিয়ে দেওয়া হয়েছে৷

Back To Top