মুসলিম ফাইটার খাবিবকে নিয়ে কেন বিতর্ক? জানুন

নিজাম পারভেজ শুভো

সম্প্রতি হয়ে গেল ইউএফসির ইতিহাসের একটি বৃহৎ ম্যাচ, কিন্তু ম্যাচ নিয়ে বিতর্ক কেন?

কিছুদিন থেকে সামাজিক মাধ্যমগুলিতে দেখা যাচ্ছে রাশিয়ান ফাইটার খাবিব ও আয়ারল্যান্ডের কনর ম্যাকগ্রেগর এর ইউএফসির লড়াই নিয়ে বিতর্ক।

খাবিব কনর কে হারানোর পর রিং থেকে বাইরে লাফ মেরে কনর এর টিমমেটদের কে আক্রমন করে। কিন্তু কেন এই রাশিয়ান ফাইটার এরকম প্রতিক্রিয়া দেখান,

জানতে হলে আমাদের কে একটু পিছনে যেতে হবে,

এপ্রিল মাসে খাবিব নুরমাগোদেব এবং তার টিম বাসের উপরে আক্রমণ করেছিল কনর ম্যাকগ্রেগর। বাসে ভাংচুর চালিয়েছিল কনর সহ তার লোকজন। সেই ঘটনায় আহত হয় খাবিব এর কিছু টিমমেট।

এরপর এই বোট হয়, বোট শুরুর আগে সাংবাদিক সম্মেলনে কনর অপমান করে খাবিব কে। খাবিব একজন মুসলিম। সে মদ্যপান করে না, কিন্তু কনর তাকে মদ অফার করে, তারধর্ম কে আক্রমণ করে সেইসাথে তার দেশ ও তার পরিবারকেও আক্রমণ করে।

এমনকি খাবিবের ম্যানেজার কে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করে কনর।

শান্তশিষ্ট খাবিব তার সমস্ত রাগ রিং ভেতরে কনর কে চতুর্থ রাউন্ডে পরাজিত করার পর বের করেন। তিনি লাফ মেরে রিং থেকে বেরোন এবং কনরের টিমের উপর ঝাপিয়ে পড়েন। সেখানে ধস্তাধস্তি হয় তাদের।

কিন্তু এটা নিয়ে বিতর্ক কেন?

উল্লেখ্য, কনর তার বিতর্কমূলক কাজের জন্য বিখ্যাত। সে আলাপটকা মন্তব্য করা, বর্ণবাদী কথা বলা সহ নানান ভাবে সব সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে।

এর আগে ফ্লয়েড মেওয়াদার এর বিরুদ্ধেও উল্টোপাল্টা বলেছিল এবং তার সাথেও পরাজিত হয়েছিল কনর।

কেন খাবিবের বিরুদ্ধে সবাই লেগেছে,যখন কনর ছাড় পেয়ে যাচ্ছে?

আমার ব্যক্তিগত মত, খাবিব মুসলিম তাই। খাবিব মুসলমান হওয়ায় তার প্রতি বিদ্বেষমূলক আচরণ কে উৎসাহ দিয়ে যাচ্ছে ইউএফসি। কারণ প্রথমে যখন কনর খাবিবের উপর আক্রমণ করেছিল তখন কিন্তু কেউ তাদের মুখ খোলেনি, যখন খাবিব প্রতি আক্রমণ করেছে তখনই সবাই খাবিবের বিরুদ্ধে লেগেছে। যখন খাবিব কে তার ধর্ম নিয়ে আক্রমণ করা হয় তখন সবাই চুপ থাকে, যখন তার দেশ কে অপমান করা হয় তখন  সবাই চুপ থাকে, কিন্তু যখন খাবিব কিছু বলে তখন সবাই রে রে করে খাবিবের পিছনে লাগে।

এটা ডাবল স্ট্যান্ডার্ড। খাবিব শুধুমাত্র মুসলিম হওয়ায় আজকে তাকে এসব সহ্য করতে হচ্ছে।

Back To Top