২০ বছর পর প্রিন্ট মিডিয়াম থেকে ডিজিট্যাল প্ল্যাটফর্মে ‘এ বাংলার মুখ’

১৯৮১-২০০০ ঠিক ২০ বছর সর্বভারতীয় প্রথম শ্রেণীর ইংরেজি/বাংলা দৈনিক, ট্যাবলয়েড ও ম্যাগাজিনের নিয়মিত লেখক হাফিজুর রহমান ২০০০ সালে একটি ম্যাগাজিন বের করেন, নাম ‘এ বাংলার মুখ’।

অন্যান্য লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে যা হয় এক্ষেত্রেও তাই হয়েছিল। বিজ্ঞাপনের অভাবে তিনটি সংখ্যার পর ‘এ বাংলার মুখ’ আর প্রকাশিত হয়নি। অল্পদিন হলেও পত্রিকাটি সাড়া জাগিয়েছিল। সর্বাধিক প্রচারিত দৈনিকে পরপর দুবার ‘কলকাতার কড়চা’য় ‘এ বাংলার মুখ’ সম্পর্কে প্রতিবেদন বেরিয়েছিল। ডিজিট্যাল এর যুগে আজকাল সময়ের বড় অভাব। পত্র-পত্রিকা, খবরের কাগজ কেউ আজকাল পড়েনা। সময়ের দাবী মেনে তাই ২০ বছর পর ‘এ বাংলার মুখ’ ডিজিট্যাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করল। ‘এ বাংলার মুখ’ এর সবার থেকে আলাদা, এর বিষয়গুলি প্রিন্টে নয় শুধুমাত্র ভিডিও আকারে আসবে।

ডিজিট্যাল প্ল্যাটফর্ম দিনকাল ‘এ বাংলার মুখ’কে শুভেচ্ছা জানাই। আশা করি প্রিন্ট মিডিয়ামে ‘এ বাংলার মুখ’ যেরকম সাড়া জাগিয়েছিল ডিজিট্যাল প্ল্যাটফর্মেও সেই ফর্ম বজায় রাখবে।

‘এ বাংলার মুখ’ এর ওয়েবসাইট ebanglarmukh.com এবং ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করে দেখতে পারেন।

সম্প্রতি তানিস্কের একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জেরে বিজ্ঞাপন দাতারা বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হন। এর প্রতিবাদে সবাই সরব হলেও ‘এ বাংলার মুখ’ ‘মুশকিল আসান’ শর্টফিল্মের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। বিষয়টির অভিনবত্ব আমার ভালো লেগেছে তাই ছবিটির লিঙ্ক এখানে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top