হিন্দু মন্দির কে ‘জাতীয় ঐতিহ্য’ ঘোষণা করল পাকিস্তান

সংখ্যালঘুদের মর্যাদা সুরক্ষা করার ঘোষণা আগেই দিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার হিন্দুদের পুরোনো মন্দির কে জাতীয় ঐতিহ্য ঘোষণা করল পাকিস্তান।

ঘোষণা করে পাকিস্তানের আরকিওলোজিক্যাল দপ্তরের হাতে মন্দিরের দায়ভার তুলে দেওয়া হয়েছে।

এই মন্দিরটি উত্তরপূর্ব পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া রাজ্যের অন্তর্গত। নাম পঞ্জ তীর্থ। পাঁচটি পুকুর থাকায় এই মন্দিরের নাম পঞ্জ তীর্থ।

এর সাথে সাথে ‘হিন্দু বিবাহ আইন’ কে স্বীকৃতি দিয়েছে পাকিস্তান। এবার থেকে পাকিস্তানে বসবাসরত হিন্দুরা আলাদাভাবে কোর্টে বিবাহ রেজিস্ট্রি এবং বিচ্ছেদের জন্য আবেদন করতে পারবেন।

এবার থেকে হিন্দুদের বিয়ের প্রমাণপত্র হিসেবে দেওয়া হবে ‘শাদিপরত’ শংসাপত্র। মুসলমানদের কে দেওয়া হয় ‘নিকাহ নামা’।

Back To Top