স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু

~আবদুল্লাহ হাইদার~

বিখ্যাত লেখক মিঃ কুশ‌ওয়ান্ত সিং বলেছেন;
“Indian Freedom is written on Muslim’s blood, স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অংশগ্রহণ ছিল শতকরা হিসেবে অনেক বেশি।৯৫৩০০ জন স্বাধীনতা যোদ্ধার নাম লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে। তারমধ্যে ৬১৯৪৫ জন মুসলিম বীর স্বাধীনতা সংগ্রামী। শতকরা হিসাব ৬৫%। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের বলিদান ইচ্ছাকৃতভাবে লুকানো হয়। লেখক আরো বলেন;”We brought you
few from Indian History for your knowledge! There are tons like this;
Every Indian should know this; and teach our children the truth!”
প্রকৃতপক্ষে হায়দ্রাবাদের প্রথম স্বাধীনতা সংগ্রামী ছিলেন হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতান,১৭৮০থেকে১৭৯০ খ্রিস্টাব্দে মেসোরিয়ান রকেট প্রথম লৌহ ঘটিত রকেট ছিল প্রথম সামরিক বাহিনীতে নিযুক্ত করা হয় সফলভাবে ব্যবহার করবার জন্য। হায়দার আলী ও তার ছেলে টিপু সুলতান রকেট ও ক্যানন ব্যবহার করেন ব্রিটিশ আগ্ৰাসকদের বিরুদ্ধে কার্যকরভাবে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর সংগ্রামের কথা আমরা তো সকলেই জানি। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মুসলিম মহিলা বেগম হযরত মহল এর কথা আমরা কতজন জানি?সে ব্রিটিশ শাসক স্যার হেনরি লরেন্সকে গুলি করে এবং ব্রিটিশ সেনাকে পরাজিত করেন১৮৫৭ সালের ৩০ জুন চিনহাটে যুদ্ধে।তুমি কি জানো; সংগঠক এবং মৌলভী নেতা আহমদুল্লাহ শাহ ছিলেন “প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রামী”। ব্রিটিশদের সাথে যুদ্ধে তিনি এবং আরো অসংখ্য বিপ্লবী মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ৯০% ছিলেন মুসলিম।
ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্রে প্রথমে আশফাকুল খানকে ফাঁসি দেওয়া হয়। তখন তার বয়স ছিল মাত্র ২৭।মাওলানা আবুল কালাম আজাদ একজন ভারতীয় পণ্ডিত ছিলেন।ভারতীয় স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের সিনিয়র মুসলিম নেতা।মদের দোকানের পিকেটিংয়ে
মহাত্মা গান্ধীর সঙ্গে সংগ্ৰামে যে১৯জন অংশগ্রহণকারী সহযোদ্ধা ছিলেন তাদের মধ্যে ১০ জন‌ই হলেন মুসলিম।
( তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ জাত ,ধর্ম ,ভেদাভেদ সৃষ্টি করে ভারতকে ভেতর থেকে ক্ষত বিক্ষত করে দেবেন না। আমরা হিন্দু,মুসলমান,শিখ,ঈশাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে বিশ্বের কোন শক্তিই আমাদের সাথে টেক্কা দিতে পারবে না।)

Back To Top