কাশ্মীরে হামলা ও যুদ্ধের বিরুদ্ধে কুদ্ঘাট থেকে বাঁশেদ্রাণী পর্যন্ত বিশাল মিছিল

দিনকাল ডেস্কঃ  গত ১৪ ফেব্রুয়ারী পুলওয়ামা বিস্ফোরণে ৪৩ জন সেনা মারা গিয়েছে তার প্রতিবাদে সমস্ত বিশ্ববাসী নিন্দা জানিয়েছেন এবং দোষী জঙ্গীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। সমগ্র ভারতে বিভিন্ন ভাবে এর প্রতিবাদ করেছে সমাজের মানুষ ও শোক প্রকাশ করেছেন। সেনাদের এই নির্মম মৃত্যুকে সহজে মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ তারা বিভিন্ন উপায়ে এর প্রতিবাদ জানাচ্ছে। মোমবাতি মিছিল, শহীদের বেদীতে  মাল্যদান। এই নিয়ে আবার এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠী নিজের ফাইদা লুট বার চেষ্টা করছে ও দেশে বিশৃঙ্খল অবস্থার পরিবেশ তৈরি করতে চাইছেন যা মেনে নেওয়া যায়। ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী নিরীহ কাশ্মীরের উপর অত্যাচার করেছে। আমাদের পশ্চিমবঙ্গেও এই রকম বিচ্ছিন্ন কিছু ঘটনার সূত্র হয়েছে এবং রাজ্য পুলিশ প্রায় ৪০ জন দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা খুবই লজ্জা জনক। কোন এক ব্যক্তি দোষী বলে তার জন্য সমগ্র কাশ্মীরবাসীকে দায়ী করা যায় না। শহীদ সেনাদের আত্মার শান্তি কামনা করতে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে কুদ্ঘাট থেকে বাঁশেদ্রানী পর্যন্ত বিশাল মৌনমিছিল করেন স্থানীয় জনগণ ও কিছু সমাজসেবী সংগঠন।

Back To Top