সাধারণ নির্বাচনের আগে বিজেপি ছাড়ার হিড়িকঃ এবার দল ছাড়লেন ৫ বারের মুখ্যমন্ত্রী


ভারতের রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়। ভারত সাক্ষী থেকেছে হাইপ্রোফাইল নেতাদের দল বদলের। এবার তাতে যুক্ত হলো আরো একটি বড় নাম।


এবার বিজেপি ত্যাগ করলেন অরুনাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা গেগং আপাং। তিনি বলেন বিজেপি ক্ষমতা দখল ছাড়া কিছুই বোঝেনা।


তিনি আরো বলেন, বিজেপি এখন অটল বিহারী বাজপেয়ীর দেখানো পথে এগোচ্ছে না। পার্টি এখন ক্ষমতা দখলের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেখানে গণতান্ত্রিক পদ্ধতিকে ব্যর্থ করে দিয়ে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নোংরা পন্থা ব্যবহার করছে।


তিনি আরো যোগ করেন, গত বছরের নভেম্বরে ১০ ও ১১ তারিখে পাশিঘাটে রাজ্য কমিটির সাথে রাম মাধবের হওয়া মিটিঙয়ে রাম মাধব রাজ্যের কোন নেতাকে কথা বলার সুযোগ দেননি।


উল্লেখ্য, গেগং আপাং অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ৫ বার।


তিনি পদত্যাগপত্রে পার্টি অধ্যক্ষ অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে অটল বিহারী বাজপেয়ীর দেখানো পথে চলার অনুরোধ জানিয়েছেন।

Back To Top