কবিতাঃ সব ভুলে যাই

~মোশারফ আহমেদ ঠাকুর

রাত্রিতে সব কবিতারা ভীড় জমায়
আমি থাকি ছন্দের বাগানে টাল মাতাল
শত কবিতার পঙক্তি মালা
ডাকাডাকি করে এপাশ ওপাশ থেকে
যেন নেদারল্যাণ্ড-এর নদী তীরে
অজানা প্রেয়সীর ডাক,
কি অবলীলায় ভোরের আলোয় সব ভুলে যাই

Back To Top