শেষ দফার ভোটেও রাজনৈতিক হানাহানির আশঙ্কা

সম্পাদকীয়

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে ষষ্ট দফার নির্বাচনে যে আটটি কেন্দ্রে রাজনৈতিক হানাহানি হামলার ঘটনা ঘটেছে তার বেশির ভাগই জঙ্গল মহল এলাকায়। ১৬ গাড়ী ভাঙচুর, বিজেপি প্রার্থী ভারতী ঘোষের শূন্যে গুলি ছোড়া, কাথীর বাম প্রার্থী পরিতোষ পট্টনায়কের বাড়ীতে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে সপ্তম দফা বা শেষ দফা ভোটেও রাজনৈতিক হানাহানি ও খুনোখুনির আশঙ্কা থেকে গিয়েছে। আমাদের শেষ দফায় যে আটটি লোকসভার নির্বাচন হবে তার অন্যতম ভাঙড় বিধান সভাকে বলা হয় ‘বাস্তিল দুর্গ’। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই বাস্তিল দুরগের আরাবুল বাহিনীর অপ্রতিরোধ্য রিগিং-এর জরে তৃণমূল জয় ছিনিয়ে আনে। এবার আরেকটি প্রতিরোধ্য বাহিনী গড়ে উঠেছে যার নাম কৃষি জমি রক্ষা কমিটি। রবিবার এক দফা টক্কর হয়েছে। এর আগে আরও কয়েকবার টক্কর হয়। আর এই রাজনৈতিক টক্কর গুলির বড় প্রভাব পড়বে ১৯শে মে-র শেষ দফা নির্বাচনও। তাই শেষ দফার নির্বাচনেও হানাহানি ও খুনোখুনির আশঙ্কা থেকেই যাচ্ছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকেও সতর্ক থাকতে হবে।  

Back To Top